Indian Hajis: আর কোনও দেশের নয়, শুধু ভারতীয় হাজিরাই সৌদিতে পাবেন এই ‘বিশেষ খাতির’

May 28, 2024 | 1:56 AM

Indian Hajis high-speed train from Jeddah to Makkah: এতদিন, মক্কায় হজ করতে আসা সকল দেশের তীর্থযাত্রীদেরই জেদ্দা বিমান বন্দর থেকে মক্কায় আসার জন্য বাস দিত সৌদি আরব কর্তৃপক্ষ। তাতে সময় লাগে অনেকটাই। এই বছরও অন্যান্য দেশের যাত্রীরা সেই পুরোনো পরিষেবাই পাবেন। শুধু, ৩১,০০০ ভারতীয় হাজিদের জন্য বিশেষ খাতিরের ব্যবস্থা করেছে সৌদি কর্তৃপক্ষ।

Indian Hajis: আর কোনও দেশের নয়, শুধু ভারতীয় হাজিরাই সৌদিতে পাবেন এই বিশেষ খাতির
শুধু ভারতীয় হাজিরাই সৌদিতে পাবেন উচ্চ গতির ট্রেনে সরাসরি জেদ্দা বিমান বন্দর থেকে মক্কায় আসার সুযোগ
Image Credit source: Twitter

Follow Us

জেদ্দা: এতদিন, মক্কায় হজ করতে আসা সকল দেশের তীর্থযাত্রীদেরই জেদ্দা বিমান বন্দর থেকে মক্কায় আসার জন্য বাস দিত সৌদি আরব কর্তৃপক্ষ। তাতে সময় লাগে অনেকটাই। এই বছরও অন্যান্য দেশের যাত্রীরা সেই পুরোনো পরিষেবাই পাবেন। শুধু, ৩১,০০০ ভারতীয় হাজিদের জন্য বিশেষ খাতিরের ব্যবস্থা করেছে সৌদি কর্তৃপক্ষ। এই বছর, উচ্চ গতির ট্রেনে তারা অর্ধেক সময়ে জেদ্দা থেকে পৌঁছে যাবেন মক্কায়। সৌদি কর্তৃপক্ষের সহযোগিতায় জেদ্দার ভারতীয় কনস্যুলেট জেনারেল এই বিশেষ ব্যবস্থা করেছে।

জেদ্দা বিমানবন্দরে নামার পর, ভারতীয় হাজিরা এখন হারামাইন হাই-স্পিড ট্রেনে চেপে মক্কায় যেতে পারবেন। এতে তীর্থযাত্রীদের ভ্রমণ অনেক আরামদায়ক হবে। ভ্রমণের সময় অর্ধেক লাগবে, কারণ, হারামাইন হাই-স্পিড ট্রেন প্রতি ঘণ্টায় ৩০০ কিমি পাড়ি দেয়। কাজেই সামগ্রিকভাবে হাজিদের তীর্থযাত্রার অভিজ্ঞতা মসৃণতর হবে বলে আশা করা হচ্ছে।


২৬ মে, রবিবারই এই নয়া পরিষেবা চালু হয়েছে। উদ্বোধনী যাত্রার সময় উপস্থিত ছিলেন, সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ড. সুহেল আজাজ খান এবং কনসাল জেনারেল মহম্মদ শাহিদ আলম। জেদ্দা বিমানবন্দর থেকে মক্কা পর্যন্ত ট্রেনে ভারতীয় তীর্থযাত্রীদের প্রথম দলটিকে তাঁরা এসকর্ট করে নিয়ে যান। সঙ্গে ছিলেন সৌদি আরব রেলওয়ের ভাইস প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার আল হারবি এবং সৌদি হজ মন্ত্রক ও পরিবহন মন্ত্রকের অন্যান্য কর্তারা।


ড. সুহেল আজাজ খান বলেছেন, “শুধুমাত্র ভারতীয় তীর্থযাত্রীদের জন্যই এই অভিজ্ঞতা প্রথম নয়। সৌদি কর্তৃপক্ষেরও এই প্রথম জেদ্দা বিমানবন্দর থেকে সরাসরি মক্কায় ট্রেনে করে হাজিদের নিয়ে যাওয়ার অভিজ্ঞতা হল।” ভারতীয় হাজিদের প্রথম দলটি মুম্বই থেকে সৌদিয়া এয়ারের একটি বিমানে জেদ্দায় আসেন। এই বছর, ভারত থেকে মোট ১ লক্ষ ৭৫ হাদার মানুষ হজ যাত্রা করবেন। এর মধ্যে ১ লক্ষ ৪০ হাজার জনই আসছেন ভারতীয় হজ কমিটির সহায়তায়। বাকিরা বেসরকারি ট্যুর অপারেটরদের মাধ্যমে ভ্রমণ করবেন।

Next Article