লন্ডন: শুক্রবার (২৯ সেপ্টেম্বর), স্কটল্যান্ডের গ্লাসগো শহরের এক গুরুদ্বারে প্রবেশের সময়, ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে বাধা দিয়েছিল খালিস্তানি কট্টরপন্থীরা। একদিন পর, শনিবার, এই ঘটনার তীব্র নিন্দা করল ভারতীয় হাইকমিশন। এই ঘটনাকে ‘অসম্মানজনক’ বলেছে লন্ডনের ভারতীয় হাইকমিশন। হাইকমিশন জানিয়েছে, গুরুদ্বার কমিটির পক্ষ থেকেই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু, কট্টরপন্থীরা তাতে বাধা দিয়েছে। তাদের মধ্যে একজন জোর করে হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর গাড়ির দরজা খোলার চেষ্টা করেছিল বলেও জানিয়েছে হাইকমিশন।
ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, “২০২৩-এর ২৯ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বাইরের তিন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভারতীয় সম্প্রদায়ের জন্য গুরুদ্বার কমিটি, হাই কমিশনার এবং ভারতের কনসাল জেনারেল আয়োজিত এক পূর্বপরিকল্পিত বৈঠকে ব্যাঘাত ঘটিয়েছে। ভারতীয় সম্প্রদায় এবং দূতাবাস সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল ওই সভায়। আয়োজকদের মধ্যে ভারতীয় সম্প্রদায়ের বিশিষ্ট নেতারা, মহিলারা এবং বিভিন্ন কমিটির সদস্যরা এবং স্কটিশ পার্লামেন্টের এক সদস্য ছিলেন। কট্টরপন্থীরা তাদের হুমকি দিয়েছে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। সম্ভাব্য বিবাদ এড়াতে, তারা আসার সঙ্গে সঙ্গে হাইকমিশনার এবং কনসাল জেনারেল ওই প্রাঙ্গন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
K-terrorists block entry of Indian ambassador to UK inside Glasgow gurudwara –
Gurdwara Comittee invites the Indian High Commissioner. K’s learn about it and reach the glasgow gurdwara and blocked his entry. Insulted the Comittee members.
They even tried to open the car door… pic.twitter.com/89f9Y1pIsD
— Megh Updates 🚨™ (@MeghUpdates) September 30, 2023
হাইকমিশন আরও অভিযোগ করেছে, এই চরমপন্থীদের মধ্যে একজন জোর করে হাইকমিশনারের গাড়ির দরজা খোলার চেষ্টা করেছিল। এই বিষয়টি খতিয়ে দেখার জন্য স্কটিশ পুলিশকে অনুরোধ জানিয়েছে হাইকমিশন। হাইকমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আরও বড় ঘটনা ঘটতে পারত। সংগঠকদের একজন দ্রুত হস্তক্ষেপ করায়, প্রতিরোধ করায়, এই ঘটনার জল আর বেশি দূর গড়ায়নি। হাইকমিশনের পক্ষ থেকে এই লজ্জাজনক ঘটনার কথা জানানো হয়েছে সেই দেশের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এবং মেট্রোপলিটন পুলিশকে। হাইকমিশন আরও জানিয়েছে, আয়োজকরা-সহ বিভিন্ন সংগঠন এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
শুক্রবার, অ্যালবার্ট ড্রাইভে গ্লাসগো গুরুদ্বার গুরু গ্রন্থ সাহিব পরিদর্শনের কথা ছিল ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর। কিন্তু, ‘শিখ ইয়ুথস ইউকে’ নামে এক কট্টরপন্থী সংগঠনের সদস্যরা এতে বাধা সৃষ্টি করে। ওই গুরুদ্বার কর্তৃপক্ষের সঙ্গে তারা সংঘর্ষে জড়ায়। তাদের মধ্যে কয়েকজন হাই কমিশনারের গাড়ির কাছে এগিয়ে এসে তাঁকে সেখান থেকে চলে যেতে বলে। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ভারতীয় রাষ্ট্রদূতের গাড়ির কাছে জড়ো হয়েছে খালিস্তানপন্থীরা। তারা তাঁকে গুরুদ্বারে প্রবেশ করতে বাধা দিচ্ছে। শেষ পর্যন্ত ভারতীয় রাষ্ট্রদূতকে ঘটনাস্থল থেকে চলে যেতে দেখা যায়। এক শিখ ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, “ভিসা আবেদন বা যে কোনও অজুহাতে কোন ভারতীয় রাষ্ট্রদূত বা ভারত সরকারের কোনও অফিসার গুরুদ্বারে এলে, তাকে এভাবেই স্বাগত জানানো উচিত।”