Khalistani Protester: স্কটল্যান্ডে গুরুদ্বারে ভারতীয় হাই কমিশনারকে ঢুকতে বাধা খালিস্তানপন্থীদের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 30, 2023 | 1:46 PM

Indian High Commissioner: গুরুদ্বারের ম্যানেজিং কমিটির তরফেই ভারতীয় হাই কমিশনারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি এ দিন গুরুদ্বারে যেতেই খালিস্তানপন্থীরা তাঁকে বাধা দেয়। পার্কিং লটে তাঁর গাড়ি ঘিরে ধরে খালিস্তান সমর্থকরা।

Khalistani Protester: স্কটল্যান্ডে গুরুদ্বারে ভারতীয় হাই কমিশনারকে ঢুকতে বাধা খালিস্তানপন্থীদের
ভারতীয় রাষ্ট্রদূতকে ঢুকতে বাধা খালিস্তানপন্থীদের।
Image Credit source: Twitter

Follow Us

লন্ডন: খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যু ঘিরে টানাপোড়েন, ‘তিক্ত’ হয়েছে ভারত ও কানাডার সম্পর্ক। এরইমধ্যে নয়া বিতর্ক। ব্রিটেনে ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীকে গুরুদ্বারে ঢুকতে বাধা দিল খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা। অভিযোগ, স্কটল্য়ান্ডের গ্লাসগো গুরুদ্বারে এ দিন গিয়েছিলেন বিক্রম দোরাইস্বামী। কিন্তু গুরুদ্বারের পার্কিং লটেই তাঁকে আটকে দেওয়া হয়। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, খালিস্তান সমর্থকরা ভারতীয় হাই কমিশনারকে গাড়ি থেকে বের হতে বাধা দিচ্ছে।

জানা গিয়েছে, গুরুদ্বারের ম্যানেজিং কমিটির তরফেই ভারতীয় হাই কমিশনারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি এ দিন গুরুদ্বারে যেতেই খালিস্তানপন্থীরা তাঁকে বাধা দেয়। পার্কিং লটে তাঁর গাড়ি ঘিরে ধরে খালিস্তান সমর্থকরা। একজনকে গাড়ির দরজা ধরে টানাটানি করতেও দেখা যায়। এই বিরূপ পরিস্থিতির মাঝে পড়ে হকচকিয়ে যান ভারতীয় হাই কমিশনার। পরিস্থিতি কিছুটা ঠাণ্ডা হতেই তিনি গাড়ি নিয়ে গুরুদ্বার চত্বর চলে যান। ভাইরাল ভিডিয়োর আরেকটি অংশে দেখা গিয়েছে, ওই খালিস্তানি সমর্থকরা গুরুদ্বারের ম্যানেজিং কমিটির সদস্যদেরও হুমকি দিতে যায়।

কেন্দ্রের তরফে এখনও অবধি এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেছিলেন, এতে ভারতের ভূমিকা থাকতে পারে। এরপরই বিতর্ক শুরু হয়। ভারতের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়। এরপরেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে চিড় ধরেছে। দুই দেশে নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে। রাষ্ট্রদূতদের দেশে ফিরে যেতে বলা হয়েছে। কানাডার ভিসাও আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে।

Next Article