মন্ট্রেল: জলাভূমির মধ্যে কিছু একটা ভাসতে দেখা গিয়েছিল। সন্দেহ হতেই খবর দেওয়া হয় পুলিশে। জলে নাড়াচাড় শুরু হতেই ফুলে ফেঁপে ভেসে উঠল দেহ। একটা-দুটো নয়, একসঙ্গে ছয়টি দেহ উদ্ধার হল কানাডা-আমেরিকা লাগোয়া একটি জলাভূমি থেকে। পুলিশের তরফে জানানো হয়েছে, এক শিশু সহ মোট ছয়জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্য়ে একটি ভারতীয় পরিবারও রয়েছে। প্রাথমিক তদন্তের পর অনুমান, বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ করার চেষ্টা করছিল ওই ছয়জন। নৌকাডুবি হওয়ায় তারা জলে ডুবে মারা যান। মৃতদের কাছ থেকে পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
কানাডা পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে একটি জলাভূমি থেকে ছয়জনের দেহ উদ্ধার করা হয়। কাছেই একটি ডুবে যাওয়া নৌকাও পাওয়া গিয়েছে। ওই নৌকাটি দীর্ঘদিন ধরে নিখোঁজ এক ব্যক্তির। যে ছয়জনের দেহ উদ্ধার করা হয়েছে, তারা দুটি পরিবার বলেই মনে করা হচ্ছে। একটি রোমানিয়ান পরিবার ও অপর পরিবারের সদস্যরা ভারতীয় বলেই জানা গিয়েছে। রোমানিয়ান পরিবারের কাছ থেকে কানাডার পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে, যার বয়স তিন বছরের কম। অপর একটি শিশুর পাসপোর্ট উদ্ধার হলেও তাঁর দেহ এখনও পাওয়া যায়নি। পুলিশ তল্লাশি জারি রেখেছে।