AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

World’s Brightest Student: মাত্র ৯ বছর বয়সে বিশ্বের মেধাবী ছাত্রী ভারতীয়-বংশোদ্ভূত কন্যা

Indian-origin student: ক্যালিফোর্নিয়ার ওয়ার্ম স্প্রিং এলিমেন্টারি স্কুলের ছাত্রী ভারতীয় বংশোদ্ভূত প্রেশা চক্রবর্তী। সোমবারই জন্স হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। সেই ফলাফলেই দেখা যায়, একেবারে বিশ্বের সেরা ছাত্রীর তালিকায় উঠে এসেছে ভারতীয় বংশোদ্ভূত এই বালিকা। এই প্রতিযোগিতা যথেষ্ঠ কঠিন।

World's Brightest Student: মাত্র ৯ বছর বয়সে বিশ্বের মেধাবী ছাত্রী ভারতীয়-বংশোদ্ভূত কন্যা
বিশ্বের উজ্জ্বলতম ছাত্রীর তালিকায় ভারতীয় বংশোদ্ভূত প্রেশা চক্রবর্তী।Image Credit: PTI
| Updated on: Jan 16, 2024 | 10:20 AM
Share

ওয়াশিংটন: বিশ্বের সবচেয়ে মেধাবী ছাত্রীর তালিকায় নাম উঠে এসেছে ভারতীয় বংশোদ্ভূত বালিকার। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত প্রেশা চক্রবর্তী ‘বিশ্বের উজ্জ্বলতম’ ছাত্রীর শিরোপা পেয়েছে। জন্স হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ প্রতিযোগিতায় মোট ৯০টি দেশের ১৬ হাজার পড়ুয়ার মধ্যে মাত্র ৯ বছর বয়সেই এই শিরোপা জিতে নিল প্রেশা।

ক্যালিফোর্নিয়ার ওয়ার্ম স্প্রিং এলিমেন্টারি স্কুলের ছাত্রী প্রেশা। সোমবারই জন্স হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। সেই ফলাফলেই দেখা যায়, বিশ্বের উজ্জ্বলতম ছাত্রীর তালিকায় গ্রেড-৩ পেয়েছে ভারতীয় বংশোদ্ভূত এই বালিকা। এই প্রতিযোগিতা যথেষ্ঠ কঠিন। প্রতি বছর ৩০ শতাংশের কম প্রতিযোগী এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। স্বাভাবিকভাবেই প্রেশার উজ্জ্বলতম ছাত্রীর তকমা পাওয়া ভারতীয়দের কাছেও যথেষ্ট গর্বের।

প্রেশার বাবা-মা জানান, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী প্রেশা। মাত্র ৬ বছর বয়সে নাগলিয়ারি নন ভার্বাল এবিলিটি টেস্টে ৯৯ শতাংশ নম্বর পেয়ে সকলকে তাক লাগায়। এছাড়া স্কলিশটিক অ্যাসেসমেন্ট টেস্ট (SAT), আমেরিকান কলেজ টেস্টিং (ACT), স্কুল অ্যান্ড কলেজ এবিলিটি টেস্টেও তাক লাগানো পারফরম্যান্স করে সম্মানিত হয়েছে প্রেশা। পড়াশোনার পাশাপাশি বেড়াতে যাওয়া এবং মিক্সড মার্শাল আর্টে তার বিশেষ আগ্রহ রয়েছে।