Indian student killed: ফের মার্কিন মুলুকে খুন ভারতীয় ছাত্র

Indian student shot dead: ২০১৮ সালের দিল্লি বিশ্ববিদ্যালয়ের রামজাস কলেজ থেকে জুলজিতে স্নাতক হন আদিত্য আদলেখা। এরপর দিল্লির এইমস থেকে ফিজিওলজিতে স্নাতকোত্তর হন। আরও উচ্চশিক্ষার জন্য আমেরিকায় গিয়েছিলেন আদিত্য। সেখান থেকে আর তাঁর ফেরা হল না।

Indian student killed: ফের মার্কিন মুলুকে খুন ভারতীয় ছাত্র
মার্কিন মুলুকে ভারতীয় ছাত্রের মৃত্যু।Image Credit source: Linkedin

| Edited By: Sukla Bhattacharjee

Nov 23, 2023 | 9:29 PM

ওহিও: ফের মার্কিন মুলুকে খুন ভারতীয় ছাত্র (Indian student)। এবার গাড়ির ভিতরেই গুলিবিদ্ধ হন ভারতীয় মেডিক্যাল ছাত্র। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এবার ঘটনাস্থল মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও (Ohio)। দুষ্কৃতীরা চলন্ত গাড়ির বাইরে থেকেই সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। বিশ্ববিদ্যালয়ের তরফে ঘটনাটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দেওয়া হয়েছে।

দিল্লির বাসিন্দা আদিত্য আদলেখা (২৬) নামে ওই ছাত্রটি ইউভার্সিটি অব সিনসিনাটি মেডিক্যাল স্কুলের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন। মলিকিউলার অ্যান্ড ডেভেলপমেন্ট বায়োলজি প্রোগ্রাম বিভাগের ছাত্র ছিলেন তিনি। গত ৯ নভেম্বর, স্থানীয় সময় সকাল সওয়া ৬টা নাগাদ তাঁকে গাড়ির ভিতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। গাড়িটি ওয়েস্টার্ন হিলস ভিয়াডাক্টে একটি দেওয়ালে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে পড়েছিল এবং গাড়ির সামনের অংশ দুমড়ে গিয়েছিল। পুলিশের অনুমান, আদিত্য গাড়ি চালাচ্ছেলেন। সেই সময় দুষ্কৃতীরা গুলি চালায়। যার জেরে গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পেরে একটি দেওয়ালে ধাক্কা দেয় আদিত্যর গাড়ি। পুলিশ আদিত্যকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আদিত্যর দেহে তিনটি বুলেট পাওয়া গিয়েছে। তারপর দু-দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষরক্ষা হয়নি।

আদিত্য মেধাবী ও বুদ্ধিমান ছাত্র ছিলেন এবং সকলের প্রিয় ছিলেন বলে সিনসিনাটি মেডিক্যাল অফ স্কুলের ডিন অ্যান্ড্রিউ ফিলাক জানিয়েছেন। তাঁকে কে বা কারা, কেন গুলি করল স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

২০১৮ সালের দিল্লি বিশ্ববিদ্যালয়ের রামজাস কলেজ থেকে জুলজিতে স্নাতক হন আদিত্য আদলেখা। এরপর দিল্লির এইমস থেকে ফিজিওলজিতে স্নাতকোত্তর হন। আরও উচ্চশিক্ষার জন্য আমেরিকায় গিয়েছিলেন আদিত্য। সেখান থেকে আর ফেরা হল না।