Explained: করাচির আগে লাহোরই দখল হয়ে যেত, কীভাবে জানুন

Operation Riddle: স্বাধীনতা পরবর্তী সময়ে চিনের সঙ্গে মধুর সম্পর্ক তৈরির জন্য এই স্লোগানই ব্যবহার করতেন তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহরু। কিন্তু তারপরেও লাল ফৌজের দেশের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করতে পারেনি ভারত।

Explained: করাচির আগে লাহোরই দখল হয়ে যেত, কীভাবে জানুন
প্রতীকী ছবিImage Credit source: Tv9 Graphics

|

May 17, 2025 | 11:58 PM

নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে ভারতের তিক্ততা আজকের নয়। সম্প্রতি পহেলগাঁও হামলার যোগ্য জবাব পেয়েছে তারা। সেনা দাম রেখেছে কাশ্মীরে সন্ত্রাসহানায় মুছে যাওয়া মহিলাদের সিঁদুরের। কিন্তু এটা প্রথম নয়। পাকিস্তানকে বারেবারে ‘বুঝিয়েছে’ ভারত। কখনও শান্তিচুক্তি দিয়ে, কখনও বন্দুক দিয়ে। অপারেশন সিঁদুর অভিযানে দেশের মধ্যে একটা রব তৈরি হয়েছিল। তা হল, করাচি দখল করতে চলেছে ভারতীয় নৌসেনা। যদিও পরবর্তীতে সাংবাদিক বৈঠক করে সেনা প্রধানরা জানিয়ে দিয়েছিলেন, করাচিতে কোনও হামলা চালানো হয়নি। তবে ওই পার থেকে যাতে কেউ সমুদ্রপথে হানা না দিতে পারে, সেই কারণে আগেভাগেই আরব সাগরে একাধিক যুদ্ধতরী নামিয়ে দিয়েছিল ভারতীয় নৌসেনা। ভারত করাচি দখল না করলেও, প্রায় দখল করেই ফেলেছিল লাহোর। তবে সেটা অপারেশন সিঁদুরের সময় নয়। তখনের ওই অভিযানের নাম ছিল অপারেশন রিডল। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন