U.S Visa: ‘ওয়ার্ক ভিসা’ ছাড়াই এবার চাকরি মিলবে আমেরিকায়

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 23, 2023 | 7:49 PM

U.S Visa: মার্কিন মুলুকে চাকরি খুঁজতে আর লাগবে না ওয়ার্ক ভিসা। সেখানে ঘুরতে গিয়েও চাকরির জন্য আবেদন করতে পারেন।

U.S Visa: ওয়ার্ক ভিসা ছাড়াই এবার চাকরি মিলবে আমেরিকায়
প্রতীকী ছবি

Follow Us

ওয়াশিংটন: বিজনেস ও ট্য়ুরিস্ট ভিসায় গিয়েও এবার আমেরিকায় চাকরি করতে পারেবন কোনও ব্যক্তি। নতুন চাকরির জন্য সেখানে ইন্টারভিউতেও অংশ নিতে পারবেন তাঁরা। বুধবার এই বিষয়ে জানিয়েছেন একটি ফেডেরাল এজেন্সি। তবে এক্ষেত্রে চাকরিতে যোগ দেওয়ার আগে তাঁদের ভিসার স্টেটাস বদল করতে হবে বলেও জানানো হয়েছে।

একাধিক টুইটে এবং নোটে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার (US Citizenship and Immigration Services) তরফে জানানো হয়েছে, B-1 ও B-2 ভিসা স্টেটাস থাকা অনেক ব্যক্তিই প্রশ্ন করেন তারা এই অবস্থায় চাকরি খুঁজতে পারেন কি না। এবার তার উত্তর ইতিবাচক। এই দুই ভিসাতেই চাকরি খুঁজতে এবং কোনও পদের জন্য ইন্টারভিউও দিতে পারেন আমেরিকায় আসা ব্যক্তি।

তবে USCIS-র তরফে জানানো হয়েছে, চাকরিতে যোগদানের আগে B-1 ও B-2 ভিসা থেকে পাল্টে সেটি ওয়ার্ক ভিসা করে নিতে হবে। আর এই ভিসা স্টেটাস পাল্টানোর অনুরোধ জানিয়ে আবেদন জমা করতে হবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার তরফে আরও জানানো হয়েছে, যদি সেই আবেদন খারিজ করে দেওয়া হয় তাহলে আবেদনকারীকে আমেরিকা ছেড়ে চলে যেতে হবে।

এদিকে মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস(USCIS) জানিয়েছে, মার্কিন মুলুকে অনাবাসী কর্মীদের ছাঁটাই হলে অনেক সময় তাঁরা বিভ্রান্তিতে পড়ে যান। অনেকে ভাবতে শুরু করেন, ‘ছাঁটাইয়ের ৬০ দিনের মধ্যেই নতুন চাকরি খুঁজতে হবে। নয়তো ভিসা বাতিল হওয়ায় দেশ ছাড়তে হবে।’ তবে বিষয়টি সেরকম নয় তা স্পষ্ট করেছে USCIS। সংস্থার তরফে বলা হয়েছে, চাকরির শেষ দিন থেকেই এই গ্রেস পিরিয়ড শুরু হয়।

Next Article