জাকার্তা: হঠাৎ করেই জেগে ওঠে ইন্দোনেশিয়ার (Indonesia) মাউন্ট মারাপি। সেই সময় মারাপির জ্বালামুখের কাছে ছিলেন বেশ কয়েকজন পর্বতারোহী। হঠাৎ করে শুরু হওয়া অগ্ন্যুৎপাতে ওই পর্বতারোহীদের অধিকাংশের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ১১ জন পর্বতারোহীর দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ আছেন ১২ জন। তাঁদের খোঁজে উদ্ধারকাজ চলছে।
প্রশাসন সূত্রে খবর, রবিবার হঠাৎ করেই সুমাত্রা দ্বীপের মাউন্ট মারাপি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। ওই পাহাড়ে ট্রেকিংয়ে যান অনেক পর্বতারোহী। গতকালও বেশ কয়েকজন পর্বতারোহী ঘটনাস্থলে ছিলেন। হঠাৎ করে অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় অনেকেই পালানোর সুযোগ পাননি বলে মনে করা হচ্ছে। এদিন জ্বালামুখের কাছ থেকে ১১ জনের দেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ ১২ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। তবে ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় উদ্ধারকারী দলের প্রধান আব্দুল মালিক বলেন, ৪৯ জন জ্বালামুখের কাছ থেকে নিরাপদে সরে যেতে পেরেছেন। তবে তাঁদের কারও শরীরের কিছুটা অংশ দগ্ধ হয়েছে, বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত অগ্ন্যুৎপাত চলছে। ফলে উদ্ধারকাজে হেলিকপ্টার ব্যবহার করা যাচ্ছে না। আহত ব্যক্তিদের কোনক্রমে পর্বত থেকে নীচে নামানো হচ্ছে। প্রায় ১২০ জন উদ্ধারকারী উদ্ধারকাজ চালাচ্ছেন বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত,ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি আছে। এর মধ্যে মাউন্ট মারাপি আগ্নেয়গিরি দীর্ঘদিন ঘুমিয়ে থাকার পর রবিবার হঠাৎ করেই অগ্নুৎপাত শুরু হয়। অগ্ন্যুৎপাতের জেরে আশপাশের বাড়িঘর-সহ গোটা এলাকায় ছাই জমে গিয়েছে।