Pahalgam Attack: এখনই ধরেছে ‘জল-টান’? সিন্ধু-চুক্তি স্থগিত করতেই বড় বড় ‘বুলি’ পাকিস্তানের মুখে

Pahalgam Attack: বৃহস্পতিবার, বিশেষ বৈঠকে বসেছিল সেদেশের জাতীয় নিরাপত্তা কমিটি। আর সেই বৈঠকের পরেই নিজের এক্স হ্যান্ডেলে ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রী আওয়িস লেঘারি।

Pahalgam Attack: এখনই ধরেছে জল-টান? সিন্ধু-চুক্তি স্থগিত করতেই বড় বড় বুলি পাকিস্তানের মুখে
প্রতীকী ছবিImage Credit source: Getty Image | PTI

|

Apr 24, 2025 | 5:36 PM

ইসলামাবাদ: জলযুদ্ধ! ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করতেই এমনটাই মন্তব্য করে আসরে নামল পাকিস্তান। বৃহস্পতিবার, বিশেষ বৈঠকে বসেছিল সেদেশের জাতীয় নিরাপত্তা কমিটি। আর সেই বৈঠকের পরেই নিজের এক্স হ্যান্ডেলে ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রী আওয়িস লেঘারি।

এদিন তিনি লেখেন, ‘ভারতের সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করা আসলে জলযুদ্ধের একটা প্রতীক। যা কার্যত অবৈধ ও কাপুরুষের মতো কাজ। সিন্ধু নদের প্রতিটা জলবিন্দু পাওয়া আমাদের অধিকার। সেই কারণে আমরা এই সিদ্ধান্তের পূর্ণশক্তিতে বিরোধিতা করব।’

উল্লেখ্য, মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরনে সন্ত্রাস হামলায় প্রাণ গিয়েছে ২৬ জন পর্যটকের। এই ঘটনায় আহত হয়েছেন ১৭ জন। তারপরই পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলে আসরে নেমেছে নয়াদিল্লি। বুধবারই পড়শি দেশের বিরুদ্ধে ‘কূটনৈতিক যুদ্ধে’ নেমেছে বিদেশমন্ত্রক। স্থগিত হয়েছে সার্কের চুক্তির আওতায় তাদের দেওয়া ভিসা ব্যবস্থা। ফিরে যেতে বলা হয়েছে দেশে থাকা সমস্ত পাকিস্তানি নাগরিক ও হাই কমিশনের আধিকারিকদের। বন্ধ করে দেওয়ার ঘোষণা হয়েছে ওয়াঘা সীমানাও। অবশ্য, ভারতের তোলা এই সকল অভিযোগকে প্রথম থেকে নস্যাৎ করে যাচ্ছে পাক-প্রশাসন। সেদেশের বিদেশমন্ত্রী ইশক দার-এর দাবি, ‘যদি ভারতের কাছে ওই হামলার ভিত্তিতে সত্যিই কোনও প্রমাণ থাকে, তবে ওটা তারা পেশ করুক।’

এর আগে বহুবারই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলেছে ভারতের। কিন্তু তার প্রভাব কখনওই পড়েনি সিন্ধু জল চুক্তির উপর। এবার চলতি বছরে ঘটা প্রাণঘাতী সন্ত্রাস হামলার পর স্থগিত হয়ে গেল ১৯৬০ সাল থেকে চলা জল চুক্তি। চাপে পড়ল পাকিস্তান।