Indian Air Force: আবার কি চিন কিছু করল? ডোকালামে পৌঁছলেন বায়ুসেনার কর্তারা

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 25, 2025 | 10:52 PM

Indian Air Force: বায়ুসেনার প্রস্তুতির পাশাপাশি ভারতীয় সেনার কতটা কৌশলগত অবস্থায় সঠিক জায়গায় রয়েছে, এবং ডোকালামে ভারত-চিন সীমান্তের বর্তমান অবস্থা কী, তা খতিয়ে দেখেন তাঁরা বলে সেনা সূত্রে খবর।

Indian Air Force: আবার কি চিন কিছু করল? ডোকালামে পৌঁছলেন বায়ুসেনার কর্তারা
ভারতীয় বায়ু সেনা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ডোকালাম: ফের নজরে ডোকালাম। এবার ডোকালামে নিজেদের বায়ুসেনা ঘাঁটি আরও আধুনিকসম্পন্ন করে তুলতে উদ্যোগ নেওয়া হল। শুধু তাই নয়, সেখানে বায়ুসেনা কতটা তৈরি, তা খতিয়ে দেখতে পৌঁছলেন ভারতীয় বায়ুসেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান এয়ার অফিসার ইন কমান্ড ইন চিফ এয়ার মার্শাল সুরত সিং। সঙ্গে ছিলেন পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রামচান্দের তিওয়ারি।

বায়ুসেনার প্রস্তুতির পাশাপাশি ভারতীয় সেনার কতটা কৌশলগত অবস্থায় সঠিক জায়গায় রয়েছে, এবং ডোকালামে ভারত-চিন সীমান্তের বর্তমান অবস্থা কী, তা খতিয়ে দেখেন তাঁরা বলে সেনা সূত্রে খবর।

উল্লেখ্য, ডোকালামে যেখানে ভারত ও চিনা সেনা মুখোমুখি হয়েছিল, সেখান থেকে ভারতের শিলিগুড়ি করিডর বা ‘চিকেন্স নেকের’ দূরত্ব ১০০ কিলোমিটারও না। আর এই ডোকলামেই ২০১৭ সালে ভারত এবং চিনা সেনা ৭৩ দিন মুখোমুখি অবস্থান নিয়েছিল। শেষ পর্যন্ত সেখানে অচলাবস্থা কেটেছিল। তবে তারপর থেকে বিগত ৮ বছরে সেই এলাকার আশেপাশে গ্রাম গড়ে তুলতে শুরু করেছে চিন।

এরপর কয়েক বছর আগে এক উপগ্রহ চিত্র প্রকাশ্যে আসে। আর তা ঘিরে তৈরি হয় নয়াদিল্লির উদ্বেগ। উপগ্রহ থেকে পাওয়া চিত্র অনুসারে দেখা যায়,ডোকলাম থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে একটি আস্ত গ্রাম বানিয়ে ফেলেছে চিন। আর গ্রামের প্রতিটি বাড়ির সামনে দাঁড় করা হয়েছে গাড়ি। চিনা সেনারা হাঁটাহাটি করেছে। যা চাপ বাড়ায় নয়াদিল্লির। সেই কারণে এই ডোকালামে বাড়তি নজর রাখছে এবার বায়ুসেনা।