
গ্ল্যামারাস ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আর্ক হেডস (Arch Hades) নিজের ব্রেকআপের পর কবিতায় নিজের যন্ত্রণা প্রকাশ করে চলেছেন। এখন তাঁর এই যন্ত্রনাই বিশ্বজুড়ে পরিচিতি পেতে শুরু করবে।

গ্র্যামি পুরস্কার জয়ী গায়ক RAC তার বিক্রি হওয়া কবিতার মাধ্যমে একটি অপূরণীয় টোকেন তৈরি করতে চলেছেন। যার শিরোনাম হবে আর্কেডিয়া (Arcadia)। গত কয়েকমাসে আর্ক হেডস দুর্দান্ত জনপ্রিয়তা হাসিল করেছেন।

আর্ক হেডস নিজের নামে কবিতা লেখেন না, এটি তাঁর ছদ্মনাম। তাঁর কবিতায় নিজের হৃদয়ের যন্ত্রনা ফুটে ওঠে। ৫ বছর পর্যন্ত চলা বিয়ের পর তাঁর বিবাহ-বিচ্ছেদ হয়। এরপর তিনি যে কবিতা লেখেন, তা এখনও পর্যন্ত সবচেয়ে দামী কবিতা হিসেবে গণ্য হচ্ছে।

এই কবিতাগুলিতে চিন্তা, দুঃখ আর একাকীত্বের যন্ত্রণা রয়েছে। এই কবিতাগুলি ১০২ লাইনের গদ্য কবিতা, যার মধ্যে মোট ১০০০ শব্দ রয়েছে। আপনারাই ভাবুন ৩ কোটি ৮৯ লক্ষ টাকায় বিক্রি হওয়া এই কবিতার প্রতিটি শব্দ কততা দামী। এই শব্দগুলি আধুনিক যুগের টানাপোড়েন আর একাকীত্বের পাশাপাশি সামাজিক প্রেক্ষাপটকেও আঘাত করে।

এই কবিতাগুলি কেনার মানে, এই সৃষ্টির উপর ওই ব্যক্তির মালিকানা হবে,আর তিনি এগুলি ভবিষ্যতে বিক্রিও করতে পারেন। এই কবিতাগুলির উপর একটি ৯ মিনিটের গ্রাফিক্স আর্ট ফিল্মও তৈরি করা হবে, যা গান দিয়ে সজ্জিত থাকবে। আর্কের কিছু বই এর আগেও বেস্টসেলার থেকেছে। রাশিয়ায় জন্মানো আর্কের পরিবার লন্ডনের নাইটসব্রিজে স্থানান্তরিত হয়। সেই সময় তাঁর বয়স ছিল ৯ বছর। তার নামও বদলে দেওয়া হয়েছিল। তার পক্ষে ইংরেজি বলাও মুশকিল ছিল। তিনি স্কুলের দিন থেকেই কবিতা লিখতে শুরু করেছিলেন। বিয়ের পাঁচ বছর পর যখন তাঁর বিবাহ-বিচ্ছেদ হয়, তো তাঁর হৃদয় নিংড়ে বেরনো যন্ত্রণা কবিতার রূপ নেয়।