Iran-Pakistan: ইরানের সঙ্গেও ‘গদ্দারি’ করল পাকিস্তান! পরমাণু অস্ত্র নিয়ে বড় কথা শেহবাজের দেশের

Iran-Israel: ইরান রেভেলিউশনারি গার্ডের কম্যান্ডার জেনারেল মোহসেন রেজাই দাবি করেন, যদি ইজরায়েল ইরানের উপরে পরমাণু অস্ত্র দিয়ে হামলা করে, তাহলে পাকিস্তান ইরানের হয়ে জবাব দেবে। পাকিস্তান ইজরায়েলে পরমাণু হামলা চালাবে।

Iran-Pakistan: ইরানের সঙ্গেও গদ্দারি করল পাকিস্তান! পরমাণু অস্ত্র নিয়ে বড় কথা শেহবাজের দেশের
ইরান-পাকিস্তানের বন্ধুত্ব ভাঙবে?Image Credit source: PTI

|

Jun 16, 2025 | 12:54 PM

ইসলামাবাদ: শুধু ভারত নয়, পাকিস্তানের মুখোশ খুলে গেল এবার বন্ধু দেশগুলির কাছেও। মুসলিম দেশ হওয়ায় ইরান আশা করেছিল পাকিস্তান তাদের পাশে দাঁড়াবে। বড় মুখ করে বলেছিল, ইজরায়েল পরমাণু হামলা করলে পাকিস্তান তাদের হয়ে জবাব দেবে। কিন্তু রাতারাতি পাল্টি খেয়ে গেল পাকিস্তান।

ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্য তথা ইরান রেভেলিউশনারি গার্ডের কম্যান্ডার জেনারেল মোহসেন রেজাই দাবি করেন, যদি ইজরায়েল ইরানের উপরে পরমাণু অস্ত্র দিয়ে হামলা করে, তাহলে পাকিস্তান ইরানের হয়ে জবাব দেবে। পাকিস্তান ইজরায়েলে পরমাণু হামলা চালাবে। পাকিস্তানই এই প্রতিশ্রুতি দিয়েছে।

তবে বেলা গড়াতেই পাকিস্তান পাল্টি খায়। পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেন, ইসলামাবাদ এমন কোনও প্রতিশ্রুতি দেয়নি।

পরমাণু অস্ত্র দিয়ে সাহায্য করার কথা অস্বীকার করলেও, পাকিস্তান ইরানকে সমর্থন জানিয়েছে। গত ১৪ জুন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জাতীয় সংসদে বলেন, “ইজরায়েল ইরান, ইয়েমেন ও প্যালেস্তাইনে হামলা চালিয়েছে। যদি মুসলিম দেশগুলি এখন একজোট না হয়, তাহলে আমাদের সবার ভবিষ্যত একই হবে।”