
তেহরান: হিজাব আন্দোলনের (Hijab Protest) কথা মনে রয়েছে? ইরানের (Iran) হিজাব পড়ার কড়া নিয়ম নিয়ে প্রতিবাদে সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন লক্ষাধিক মানুষ। বিক্ষোভ থামাতে গুলি চালিয়েছিল পুলিশ। সংঘর্ষে শতাধিক বিক্ষোভকারীর মৃত্যু হয়। সেই আন্দোলনের এক বছর পার হওয়ার আগেই ফের হিজাব নিয়ে কড়া নিয়ম জারি করতে মরিয়া ইরান সরকার। এবার আরও কড়া আইন আনতে চলেছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসন।
গত বছরই ইরান সরকার হিজাব নিয়ে কড়া নিয়ম এনেছিল। তার মাস খানেক পরই, সেপ্টেম্বর মাসে সঠিকভাবে হিজাব না পরায় আটক করা হয়েছিল মাহাসা আমিনি নামক ২২ বছরের এক কুর্দিশ-ইরানিয়ান যুবতীকে। পুলিশি হেফাজতে ওই যুবতীর মৃত্যু হয়। ওই ঘটনার পরই বিদ্রোহের আগুনে জ্বলে ওঠে গোটা দেশ। মাসের পর মাস ধরে সেই বিক্ষোভ চলে। সেই রেশ কাটতে না কাটতেই আবার হিজাব বিদ্রোহ দমন করতে মরিয়া ইরান সরকার।
ইরানে হিজাব নিয়ে যে আইন রয়েছে, তাতে সঠিকভাবে হিজাব না পড়লে ১০ দিন থেকে ২ মাস পর্যন্ত কারাবাসের সাজার নিদান রয়েছে। এবার সেই আইন আরও কড়া করছে উদ্যোগী ইরান সরকার। নতুন একটি বিল আনতে চলেছে ইরান। সেই বিলে বলা হয়েছে, হিজাব না পরলে এবার থেকে ৫ থেকে ১০ বছরের জন্য জেলে যেতে হবে। গুনতে হবে বিপুল জরিমানাও।
সাধারণ মহিলারাই শুধু নন, সেলিব্রেটিরাও এই নিয়ম থেকে ছাড় পাবেন না বলেই জানা গিয়েছে। তারকা থেকে শুরু করে বিভিন্ন ব্য়বসায়িক প্রতিষ্ঠান যদি নিয়ম ভাঙে, তাদের কড়া শাস্তি ও জরিমানার মুখে পড়তে হবে। সূত্রের খবর, কোন মহিলারা সঠিকভাবে হিজাব পরছেন না, তা চিহ্নিত করার জন্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে।
জানা গিয়েছে, ইতিমধ্য়েই সরকার বিচারবিভাগের কাছে বিলটি জমা দিয়েছে। এই বিল সংসদে পাঠানো হবে লিগাল অ্যান্ড জুডিশিয়াল কমিশনের কাছে। আজ, রবিবারই বোর্ড অব গভর্নরদের কাছে এই বিল পেশ করা হবে।