Iran-Israel Clash: মানচিত্র থেকেই মুছে যেতে পারে ইরানের একাংশ! ভয়ঙ্কর মিসাইল ‘রেডি’ ইজরায়েল

Iran-Israel Clash: জানা গিয়েছে, হামলার মাত্রা বাড়াচ্ছে ইজরায়েল। ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করেই ইজরায়েল ভয়ঙ্কর সব মিসাইল প্রস্তুত করছে।

Iran-Israel Clash: মানচিত্র থেকেই মুছে যেতে পারে ইরানের একাংশ! ভয়ঙ্কর মিসাইল রেডি ইজরায়েল
ফাইল চিত্র।Image Credit source: X

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 15, 2025 | 1:02 PM

তেহরান: ক্রমে খারাপ হচ্ছে পরিস্থিতি। ইজরায়েল-ইরানের সংঘাত বেড়েই চলেছে। লাগাতার মিসাইল বর্ষণ করছে দুই পক্ষ। এবার ইজরায়েল নিজেদের সবথেকে শক্তিশালী মিসাইলগুলিকে প্রস্তুত করা শুরু করল। যদি এই মিসাইলগুলি বর্ষণ শুরু করে, তাহলে ইরানের মানচিত্রের একাংশ মুছে যেতে পারে।

জানা গিয়েছে, হামলার মাত্রা বাড়াচ্ছে ইজরায়েল। ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করেই ইজরায়েল ভয়ঙ্কর সব মিসাইল প্রস্তুত করছে। এই মিসাইলগুলি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। যদিও তাতে পরমাণু বিস্ফোরক থাকছে না বলেই খবর।  কিন্তু ইজরায়েল যদি এই মিসাইল ছোঁড়ে এবং ইরান সেই মিসাইল প্রতিহত করতে না পারে, তাহলে মানচিত্র থেকে ইরানের বেশ কিছু অংশ মুছে যাওয়ার আশঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, জেরিচো ২ (JERICHO 2) ও জেরিচো ৩ (JERICHO 3)-র মিসাইল প্রস্তুত করছে ইজরায়েল। এই মিসাইলগুলি আদতে ইন্টার-কন্টিনাল ব্যালেস্টিক মিসাইল, যেগুলির গতিবেগ বিশ্বের অন্যান্য শক্তিধর মিসাইল গুলির তুলনায় অনেকটাই বেশি।

ইজরায়েলের প্রথম আঘাতের পরই ব্য়াপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। যদি ইরান এই মিসাইলকে আকাশেই আটকাতে না পারে, তাহলে বড়সড় বিপর্যয় নেমে আসবে ইরানের উপরে। এমনকী, মানচিত্র থেকেও মুছে যেতে পারে ইরানের একাংশ।