Ibrahim Raisi: অবশেষে পাওয়া গেল রাইসির কপ্টারের ভাঙা টুকরো, ‘অবস্থা ভাল নয়’ বলছে উদ্ধারকারী দল

Ibrahim Raisi's Chopper Crash: জানা গিয়েছে, জোলফার পার্বত্য এলাকায় ভেঙে পড়েছে ইরানের প্রেসিডেন্টের কপ্টার। ওই কপ্টারে থাকা একজনের লোকেশন ট্রাক করা সম্ভব হয়েছে। সেই সূত্র ধরেই এগোচ্ছে উদ্ধারকারী দলগুলি। তবে খারাপ আবহাওয়া ও তুষারপাতের কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছতে সময় লাগছে। 

Ibrahim Raisi: অবশেষে পাওয়া গেল রাইসির কপ্টারের ভাঙা টুকরো, 'অবস্থা ভাল নয়' বলছে উদ্ধারকারী দল
খোঁজ মিলল রাইসির হেলিকপ্টারের।Image Credit source: AP
Follow Us:
| Updated on: May 20, 2024 | 8:38 AM

তেহরান: অবশেষে মিলল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারের খোঁজ। আজারবাইজানেই মিলেছে রাইসির হেলিকপ্টার। ড্রোনের র‌্যাডারে কালো ছায়া ও তাপমাত্রার বৃদ্ধি চিহ্নিত হয়েছে। এরপরই আন্দাজ করা হয় যে রাইসির কপ্টার ওই স্থানেই ভেঙে পড়েছে। গতকাল বিকেল থেকেই উদ্ধারকাজ শুরু হলেও, তুষারঝড়ের জেরে উদ্ধারকাজে বাধা আসে।

আজ, সোমবার সকালে ইরানের রেড ক্রেসান্টের প্রধান জানান, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারের খোঁজ পাওয়া গিয়েছে। উদ্ধারকারী দল সেই দিকে এগোচ্ছে। কিন্তু অবস্থা খুব একটা ভাল নয়। ইরানের প্রেসিডেন্টকে পাওয়া গিয়েছে কি না, সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

রবিবার আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন করতে চান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফেরার পথেই হারিয়ে যায় হেলিকপ্টারটি। তিনটি পাইলট হেলিকপ্টার আসছিল। বাকি দুটি হেলিকপ্টার সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছলেও, উড়ান শুরুর ৩০ মিনিট বাদে ঘন মেঘের মাঝে হারিয়ে যায় রাইসির কপ্টারটি।

ওই কপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ছিলেন বিদেশমন্ত্রী হোসেন আমির-আবদোল্লাহাইন ও আজরবাইজানের গভর্নর।

জানা গিয়েছে, জোলফার পার্বত্য এলাকায় ভেঙে পড়েছে ইরানের প্রেসিডেন্টের কপ্টার। ওই কপ্টারে থাকা একজনের লোকেশন ট্রাক করা সম্ভব হয়েছে। সেই সূত্র ধরেই এগোচ্ছে উদ্ধারকারী দলগুলি। তবে খারাপ আবহাওয়া ও তুষারপাতের কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছতে সময় লাগছে।

ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া। উদ্ধারকারী বিমান ও চপার পাঠিয়েছে পুতিনের দেশ। সঙ্গে বিশেষ প্রশিক্ষিত উদ্ধারকারী দলও পাঠানো হয়েছে। মধ্য প্রাচ্যের দেশগুলিও সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছে। গতকাল রাইসি নিখোঁজ হয়ে যাওয়ার পরই জরুরি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও।