Explained: পাতাল থেকে উঠে ‘নতুন’ ইরান দেখবেন খামেনেই?

Explained: দেশের দুর্দিনে কেন খামেনেই একা লুকিয়ে? কেন তাঁর পারমাণবিক বোমা তৈরির স্বপ্নের খেসারত দিতে হবে আম ইরানি নাগরিকদের। কত মায়ের কোল খালি হয়ে গেল ইরান-ইজরায়েল যুদ্ধে! তার দায় কে নেবে?

Explained: পাতাল থেকে উঠে নতুন ইরান দেখবেন খামেনেই?

| Edited By: Avra Chattopadhyay

Jun 28, 2025 | 4:58 PM

তেহরান: প্রায় দু’হপ্তা হয়ে গেল ইরানের সুপ্রিম লিডার, ৮৬ বছরের আয়াতোল্লাহ আলি খামেনেই বাঙ্কারে লুকিয়ে রয়েছেন। ইজরায়েলের সঙ্গে তেহরানের যুদ্ধবিরতির পর খামেনেই অবশেষে বাঙ্কার থেকে বেরোতে চলেছেন। ইতিমধ্যেই, আমেরিকা ও ইজরায়েলের যৌথ বাহিনীর বিরুদ্ধে ইরান ‘জয়’ পেয়েছে বলে বাঙ্কার থেকেই বার্তা দিয়েছেন। আজকালের মধ্যেই সম্ভবত দেশবাসীর উদ্দেশ্যে টিভিতে ভাষণও দেবেন। অন্তত ঘনিষ্ঠ সূত্রে এমনটাই জানা গেছে। ইজরায়েলের হামলার ‘ভয়ে’ বাঙ্কারে লুকিয়ে ছিলেন খামেনেই। এমনকী ইরানের শীর্ষ সরকারি কর্তারাও তাঁর মুখদর্শন করতে পারেননি। বার্তা পাঠিয়েছিলেন চিরকুটে লিখে। সঙ্গে রাখেননি কোনও ইলেক্ট্রনিক ডিভাইস। বাঙ্কারে ‘সঙ্গী’ বলতে শুধুই ইরানের এলিট কমান্ডো ফোর্স। এতদিনে সকলেরই জানা হয়ে গেছে, কাতার ও ট্রাম্পের দৌত্ম্যে তেল অভিভ ও তেহরানের মধ্যে আপাতত সংঘর্ষবিরতি ঘোষণা হয়েছে। কিন্তু তারপরেও দিনকয়েক প্রকাশ্যে আসেননি খামেনেই। আসলে ভয়ে ছিলেন, ইজরায়েলি সেনা তাঁকে খতম করে দিতে পারে। যদিও ট্রাম্প আশ্বাস দিয়েছিলেন, খামেনেইকে প্রাণে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন