Bangladesh Women Security: শাওন, সাবা…মুক্তমনা মেয়েদের ডানা ছাঁটতে চাইছে ইউনূস?

সায়ম কৃষ্ণ দেব | Edited By: সঞ্জয় পাইকার

Feb 12, 2025 | 7:44 AM

Bangladesh Women Security: ভাল ভাবে বললে সেই সব মহিলাদের উপরে পড়ছে যাঁরা ইউনূস সরকারের সঙ্গে সহমত পোষণ করছে না? 'রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র' করা দুই অভিনেত্রীর গ্রেফতারি নিয়ে কেন এত প্রশ্ন উঠছে?

Bangladesh Women Security: শাওন, সাবা...মুক্তমনা মেয়েদের ডানা ছাঁটতে চাইছে ইউনূস?

Follow Us

‘রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র’ করার অভিযোগে ৬ ফেব্রুয়ারি রাতে গ্রেফতার হয়েছেন প্রখ্যাত বাংলাদেশি অভিনেত্রী, গায়িকা তথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিএমপি – ডিবি) জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে তাঁকে। কেবল শাওন একা নন, যে মুহূর্তে ইউনূস সরকারের বিরুদ্ধে টুঁ শব্দটি করার চেষ্টা করেছেন কেউ, সেই মুহূর্তে রাষ্ট্রের রোষের খাঁড়া নেমে এসেছে তাঁর উপরে। দু’দিন আগেই শাওনের মতো একই ভাবে ‘রাষ্ট্র দ্রোহের অভিযোগ’ এনে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী সোহানা সাবাকেও। তারপর থেকে আর কোনও খবর পাওয়া যায়নি দুই অভেনেত্রীর। রাজনৈতিক মহলের একাংশ বলছে মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের রোষ কি বেছে বেছে শুধু সেই সব ব্যক্তির উপর পড়ছে যাঁরা সমাজে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে? আরও ভাল ভাবে বললে সেই সব মহিলাদের উপরে পড়ছে যাঁরা ইউনূস সরকারের সঙ্গে সহমত পোষণ করছে না? ‘রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র’ করা দুই অভিনেত্রীর গ্রেফতারি নিয়ে কেন এত প্রশ্ন উঠছে? তার উত্তর লুকিয়ে রয়েছে গত কয়েক মাসের ঘটনাক্রমের মধ্যেই। কী কী অভিযোগ রয়েছে শাওনের বিরুদ্ধে?...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন