Imran Khan: আদালতে বড় জয় ইমরান খানের, খেলা ঘুরছে ক্যাপ্টেনের দিকে?

Imran Khan arrest: শুক্রবার তাঁর গ্রেফতারির পরোয়ানা খারিজ করে দিল ইসলামাবাদ হাইকোর্ট।

Imran Khan: আদালতে বড় জয় ইমরান খানের, খেলা ঘুরছে ক্যাপ্টেনের দিকে?
সমর্থকদের সঙ্গে ইমরান খান (ফাইল ছবি)

| Edited By: অমর্ত্য লাহিড়ী

Mar 17, 2023 | 7:51 PM

ইসলামাবাদ: খেলা ঘুরিয়ে দিলেন ইমরান খান। শুক্রবার তাঁর গ্রেফতারির পরোয়ানা খারিজ করে দিল ইসলামাবাদ হাইকোর্ট। ফলে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর লাহোরের জামান পার্কের বড়ির সামনে থেকে উঠে গেল পুলিশি অবস্থান। এর আগে লাহোর হাইকোর্ট বৃহস্পকিবার পর্যন্ত ইমরান খানের গ্রেফতারিতে সাময়িক স্থগিতাদেশ জারি করেছিল। তার আগে হাইকোর্টের নির্দেশে ইমরান খানকে গ্রেফতার করতে তাঁর বাসভবনে হাজির হয়েছিল ইসলামাবাদ পুলিশ। পুলিশকে বাধা দিয়েছিল ইমরানের সমর্থকরা। যার জেরে দুই পক্ষ এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। লাহোরের রাস্তা পরিণত হয়েছিল প্রায় যুদ্ধক্ষেত্রে। ইমরান খানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালীন পাওয়া সরকারি উপহার বেআইনিভাবে বিক্রি করে, সেই অর্থ নিজের পকেটে পোরার অভিযোগ রয়েছে। সেই অভিযোগে হওয়া মামলায় আদালতে হাজিরা না দেওয়াতেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।