AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran-Israel War: পরমাণু বিস্ফোরণ হবে ইরানে? ইজরায়েলের ভয়ঙ্কর প্ল্যান ফাঁস বাইডেনের

Iran-Israel War: মঙ্গলবার ইরানের মিসাইল হামলার পরই জল্পনা শোনা গিয়েছে যে ইজরায়েল পাল্টা জবাবে সরাসরি ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে হামলা চালাতে পারে। মার্কিন প্রেসিডেন্টের কাছে এই প্রশ্ন রাখা হলে, বাইডেন সাফ জানান, তিনি এই পরিকল্পনার বিরুদ্ধে।

Iran-Israel War: পরমাণু বিস্ফোরণ হবে ইরানে? ইজরায়েলের ভয়ঙ্কর প্ল্যান ফাঁস বাইডেনের
ইরান-ইজরায়েলের যুদ্ধ নিয়ে বড় মন্তব্য বাইডেনের।Image Credit: PTI
| Updated on: Oct 03, 2024 | 1:20 PM
Share

ওয়াশিংটন: চরম পর্যায়ে সংঘাত। ২০২৩ সালে ইজরায়েল-হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, বছর পেরিয়ে তা ইজরায়েল-ইরান যুদ্ধে রূপান্তরিত হয়েছে। বিগত এক সপ্তাহ ধরে লেবাননে হামলা চালাচ্ছিল ইজরায়েল। কখনও পেজার বিস্ফোরণ, কখনও ওয়াকি-টকিতে বিস্ফোরণ। এয়ার স্ট্রাইক চালিয়ে নিকেশ করেছে হিজবুল্লা প্রধানকেও।  এরই প্রত্যুত্তরে মঙ্গলবার ইরান প্রায় ২০০ মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইজরায়েলের উপরে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর মূল্য চোকাতে হবে ইরানকে। সেই মূল্যই কি পরমাণু হামলা? এমনটাই ইঙ্গিত মিলল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথায়।

ইজরায়েল-ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তায় আমেরিকাও। গতকালই হোয়াইট হাউসে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার বাইডেন বলেন, ইজরায়েলের ইরানের পরমাণু কেন্দ্র ও তেলের রিগে হামলা চালানোর পরিকল্পনার বিরোধিতা করছেন তিনি। তেল আভিভ-কে সঠিক আচরণ করা উচিত বলে সতর্ক করেছেন বাইডেন।

মঙ্গলবার ইরানের মিসাইল হামলার পরই জল্পনা শোনা গিয়েছে যে ইজরায়েল পাল্টা জবাবে সরাসরি ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে হামলা চালাতে পারে। মার্কিন প্রেসিডেন্টের কাছে এই প্রশ্ন রাখা হলে, বাইডেন সাফ জানান, তিনি এই পরিকল্পনার বিরুদ্ধে। ইজরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে, তবে বিবেচনা করেই পদক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন বাইডেন।

জানা গিয়েছে, জি-৭ নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর ইরানের উপরে একাধিক নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, ইজরায়েলি সেনা জানিয়েছে, লেবাননে কমব্যাট অভিযান শুরু করা হয়েছে। সংঘর্ষে আটজন ইজরায়েলি সেনার মৃত্যু হয়েছে।