Iran-Israel Conflict: মুহুর্মুহু কাঁপছে তেহরান, ১০০ জেট নিয়ে হামলা ইজরায়েলের! মধ্যপ্রাচ্য জুড়ে শুধুই গোলা-বারুদের গন্ধ

ঈপ্সা চ্যাটার্জী |

Oct 26, 2024 | 2:37 PM

Iran-Israel Conflict: এফ০৩৫ আদির ফাইটার জেট, এফ-১৫১ রাম গ্রাউন্ড অ্যাটাক জেটস এফ-১৬১ সুফা এয়ার ডিফেন্স জেটের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়ে ইরানের উপরে হামলা চালাচ্ছে ইজরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ। সুপারসনির মিসাইলের মতো লং রেঞ্জের মিসাইল দিয়ে ইরানের সেনাঘাঁটির উপরে গোলাবর্ষণ করা হচ্ছে।

Iran-Israel Conflict: মুহুর্মুহু কাঁপছে তেহরান, ১০০ জেট নিয়ে হামলা ইজরায়েলের! মধ্যপ্রাচ্য জুড়ে শুধুই গোলা-বারুদের গন্ধ
ইরানে ইজরায়েলের হামলা।
Image Credit source: X

Follow Us

তেহরান: মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে তেহরান, কারজ। ইরানের উপরে ভয়ঙ্কর হামলা ইজরায়েলের। ১০০টি ফাইটার জেট নিয়ে ইরানের উপরে হামলা চালাল ইজরায়েলের সেনা। জানা গিয়েছে, নির্দিষ্টভাবে ইরানের সেনাঘাঁটি গুলিকেই নিশানা বানিয়ে আক্রমণ চালানো হচ্ছে। এয়ারস্ট্রাইকের জেরে একদিকে যেমন ইরানে আতঙ্ক, থমথমে পরিবেশ। সেখানেই পড়শি ইরাক, সিরিয়াও ভয়ে আকাশপথ বন্ধ করে দিয়েছে। ইজরায়েলের এই হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ খোমেইনি।

গত বছরের অক্টোবরে ইজরায়েল-হামাসের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল, তা বছর ঘুরে ইরান-ইজরায়েলের যুদ্ধে পরিণত হয়েছে। লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লা প্রধান, তার উত্তরসূরীকে হত্যা করেছে ইজরায়েল। খতম করেছে হামাস প্রধানকেও। এই আক্রমণের পাল্টা জবাবেই সম্প্রতি ইজরায়েলের উপরে ২০০ ব্যালেস্টিক মিসাইল দিয়ে হামলা চালায় ইরান। এবার প্রত্যুত্তর দিল ইজরায়েল।

জানা গিয়েছে, এফ০৩৫ আদির ফাইটার জেট, এফ-১৫১ রাম গ্রাউন্ড অ্যাটাক জেটস এফ-১৬১ সুফা এয়ার ডিফেন্স জেটের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়ে ইরানের উপরে হামলা চালাচ্ছে ইজরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ। সুপারসনির মিসাইলের মতো লং রেঞ্জের মিসাইল দিয়ে ইরানের সেনাঘাঁটির উপরে গোলাবর্ষণ করা হচ্ছে।

সূত্রের খবর, আগেই এই হামলা চালানোর পরিকল্পনা থাকলেও, খারাপ আবহাওয়ার কারণে এতদিন অপেক্ষা করছিল ইজরায়েল। তাদের মিসাইল গুলিতে অত্য়াধুনিক ক্য়ামেরা প্রযুক্তি ব্যবহার করা হয়, যা সরাসরি নির্দিষ্ট নিশানার উপরেই হামলা করে। আজ আবহাওয়া ভাল হতেই ইরানের উপরে মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইজরায়েল।

তবে ইরানের পরমাণু ও তেল উৎপাদন কেন্দ্রগুলির উপরে হামলা করছে না ইজরায়েল, কারণ আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে পরমাণু বা তেল উৎপাদন কেন্দ্রে হামলা চালালে ভয়ঙ্কর আকার নেবে এই যুদ্ধ। এদিকে, ইজরায়েল হামলা শুরু করতেই তড়িঘড়ি এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে ইরান, ইরাক ও সিরিয়া।

শীঘ্রই ইজরায়েলকে এই হামলার মূল্য চোকাতে হবে বলে হুশিয়ারি দিয়েছে ইরান। দুই দেশের যুদ্ধের জেরে থমথমে মধ্য প্রাচ্য।

Next Article