Gaza Invasion by Israel: মাটিতে ট্যাঙ্কার, আকাশে যুদ্ধবিমান-ড্রোন, গাজায় সাঁড়াশি আক্রমণ ইজরায়েলের

Israel Hamas Conflict: ইজরায়েলি সেনার তরফে একটি ভিডিয়োও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, ধুলোর ঝড় ভেদ করে সারি সারি সাঁজোয়া গাড়ি এগিয়ে চলেছে। জানা গিয়েছে, গতকাল প্য়ালেস্তাইন সীমান্তের কাছে গাজার উত্তর অংশেও সামরিক অভ্যুত্থান চালায় আইডিএফ।

Gaza Invasion by Israel: মাটিতে ট্যাঙ্কার, আকাশে যুদ্ধবিমান-ড্রোন, গাজায় সাঁড়াশি আক্রমণ ইজরায়েলের
গাজায় ঢুকে পড়েছে ইজরায়েলি ট্যাঙ্কার।Image Credit source: Twitter

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 27, 2023 | 1:33 PM

জেরুজালেম: হুঁশিয়ারি দিয়েছিল আগেই, এবার হামলা শুরু করল ইজরায়েলি সেনা (Israel Army)। বৃহস্পতিবারের পর শুক্রবারও গাজায় (Gaza) ঢুকে হামলা চালাতে শুরু করল আইডিএফ (IDF)। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, যুদ্ধবিমান ও ড্রোন দিয়েও আকাশপথে অভিযান চালানো হচ্ছে। স্থলপথে যেকোনও মুহূর্তে সামরিক অভ্যুত্থান করা হতে পারে।

এ দিন ইজরায়েলের সেনাবাহিনীর তরফে বিবৃতি জারি করে বলা হয়, “মধ্য গাজা স্ট্রিপে আইডিএফ গ্রাউন্ড ফোর্স অভিযান চালাচ্ছে। তাদের সহায়তা করতে আইডিএফের যুদ্ধবিমান ও ড্রোন। আইডিএফ একাধিক সন্ত্রাস ঘাঁটি, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল লঞ্চ সাইট, মিলিটারি কম্যান্ড ও কন্ট্রোল সেন্টারগুলিকে চিহ্নিত করেছে এবং সেখানে হামলা চালানো হচ্ছে। সামরিক অভিযান শেষ হয়ে গেলে সেই এলাকা ছেড়ে চলে যাচ্ছে আইডিএফ।”

ইজরায়েলি সেনার তরফে একটি ভিডিয়োও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, ধুলোর ঝড় ভেদ করে সারি সারি সাঁজোয়া গাড়ি এগিয়ে চলেছে। জানা গিয়েছে, গতকাল প্য়ালেস্তাইন সীমান্তের কাছে গাজার উত্তর অংশেও সামরিক অভ্যুত্থান চালায় আইডিএফ।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, হামাসকে নিশ্চিহ্ন করতে গাজায় সামরিক অভ্যুত্থান চালাতে প্রস্তুত ইজরায়েলি সেনা। নির্দেশ দেওয়া হলেই হামলা চালাবে সেনাবাহিনী।

এদিকে, ইজরায়েল-প্যালেস্তাইনের গণ্ডি পার করে মধ্য় প্রাচ্যেও ছড়িয়ে পড়েছে যুদ্ধ। ইজরায়েলের পাশে দাঁড়ানোর পর থেকে মার্কিন ঘাঁটির উপরেও হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। ইরাক ও সিরিয়া থেকে এই হামলা চালানো হচ্ছে। তারই পাল্টা জবাব দিতে পূর্ব সিরিয়ায় অবস্থিত ইরানের ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর্পস ও সহযোগী গোষ্ঠীর দুটি ঘাঁটিতে হামলা চালিয়েছে মার্কিন সেনা।