দুবাই: জি-২০ সম্মেলনে নজর কেড়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Georgia Meloni) ছবি। তাঁদের রসায়ন ছিল চোখে পড়ার মতো। বিশ্ব জলবায়ু সম্মেলনে ফের একবার দেখা। সেলফি না তুললে চলে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট হতেই নিমেষে ভাইরাল। ইটালির প্রধানমন্ত্রী তো সেই সেলফির নামও দিয়ে দিয়েছেন। মোদী আর মেলোনি মিলিয়ে তৈরি ‘মেলোডি’।
বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই সাক্ষাৎ হয় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতে আপ্লুত ইটালির প্রধানমন্ত্রী। মোদীর সঙ্গে সেলফি তুলে পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, “সিওপি২৮-এ ভাল বন্ধুরা। #মেলোডি।”
Good friends at COP28.#Melodi pic.twitter.com/g0W6R0RJJo
— Giorgia Meloni (@GiorgiaMeloni) December 1, 2023
সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে ইটালির প্রধানমন্ত্রীর পাশাপাশি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ় ইনাসিও লুলা দা সিলভা, ব্রিটিশ বিদেশ সচিব ডেভিড ক্যামেরন, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার, তুরস্কের প্রেসিডেন্ট আরটি এরোদোগান, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ও মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী মোদী।
বিশ্ব জলবায়ু সম্মেলনের মঞ্চ থেকেই আগামী ২০২৮ সালের সম্মেলন ভারতে করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।