Giorgia Meloni: স্বামীর গ্রুপ সঙ্গমের প্রস্তাব! বিবাহ বিচ্ছেদ ঘোষণা প্রধানমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 20, 2023 | 4:47 PM

Separation: এ দিন সকালেই ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন। তিনি লেখেন, "অ্যান্ড্রে গিয়ামব্রুনোর সঙ্গে আমার প্রায় ১০ বছরের সম্পর্কের ইতি হল এখানেই।"

Giorgia Meloni: স্বামীর গ্রুপ সঙ্গমের প্রস্তাব! বিবাহ বিচ্ছেদ ঘোষণা প্রধানমন্ত্রীর
স্বামীর সঙ্গে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
Image Credit source: Twitter

Follow Us

প্যারিস: সুখী সংসারে ফাটল। বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শুক্রবারই তিনি বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। তাঁর সঙ্গী টিভি সাংবাদিক অ্য়ান্ড্রে গিয়ামব্রুনো। সম্প্রতিই তিনি অন ও অফ এয়ারে যৌনতামূলক বিতর্কিত মন্তব্য করেছিলেন। তা নিয়ে বিস্তর বিতর্কও হয়। এরপরই এ দিন বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন ইটালির প্রধানমন্ত্রী।

এ দিন সকালেই ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন। তিনি লেখেন, “অ্যান্ড্রে গিয়ামব্রুনোর সঙ্গে আমার প্রায় ১০ বছরের সম্পর্কের ইতি হল এখানেই। বেশ কিছু সময় আগেই আমাদের পথ আলাদা হয়ে গিয়েছিল, এবার তা স্বীকার করার সময় এসেছে।”

এই যুগলের সাত বছরের এক কন্য়াসন্তানও রয়েছে। তবে বিবাহ বিচ্ছেদের পর সন্তান কার কাছে থাকবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই গিয়ামব্রুনো অনুষ্ঠান চলাকালীন অশালীন মন্তব্য করেন এবং মহিলা সহকর্মীর সঙ্গে ইঙ্গিতমূলক কথা বলেন। অফ এয়ারে আরও বিস্ফোরক মন্তব্য করেন গিয়ামব্রুনো। তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করলে, কাজের সুযোগ দেবেন, এই মন্তব্য়ও করতে শোনা যায় তাঁকে।

প্রধানমন্ত্রীর স্বামীর এই মন্তব্য় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই সমালোচনার ঝড় ওঠে। এর আগে গত অগস্ট মাসেও একটি গণধর্ষণ কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। নির্যাতিতাকেই দোষারোপ করেছিলেন ধর্ষণের জন্য।

Next Article