Drug Smuggling: পুলিশের হাতে সেই বিড়াল, ড্রাগ পাচারের অভিনব কৌশল ফাঁস

Bizarre: কোস্টারিকার পোকাসি কারাগারের রক্ষীরা পাশেই একটি গাছে হঠাৎ করে এক ধরনের অস্বাভাবিক একটি প্রাণী নড়তে দেখেন। সন্দেহ হতেই বিষয়টা কী তা দেখতে যান কারারক্ষীরা।

Drug Smuggling: পুলিশের হাতে সেই বিড়াল, ড্রাগ পাচারের অভিনব কৌশল ফাঁস

May 19, 2025 | 5:28 PM

মাছের পেটে করে, সবজির মধ্যে দিয়ে এইরকম নানা উপায়ে মাদক পাচারের দৃশ্য আমরা দেখতে পাই সিনেমা সিরিজে। তবে বিড়াল দিয়ে মাদকপাচার! শুনেছেন কখনও? অবশ্য আপনি না শুনলেও বিড়ালকে কিন্তু ‘পেডলার’ বানিয়ে ফেলেছে কোস্টারিকা। সম্প্রতি তেমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে।

কোস্টারিকার পোকাসি কারাগারের রক্ষীরা পাশেই একটি গাছে হঠাৎ করে এক ধরনের অস্বাভাবিক একটি প্রাণী নড়তে দেখেন। সন্দেহ হতেই বিষয়টা কী তা দেখতে যান কারারক্ষীরা। কাছে যেতেই দেখেন বাস্তবে ওটি একটি বিড়ালছানা। সাদাকালো বিড়ালের সারা গায়ে সেলোটেপ দিয়ে কিছু একটা জড়ানো রয়েছে। বিড়ালটিকে নিচে নামাতেই দেখা যায় সারা গায়ে যা জড়ানো ছিল সেটি আসলে মাদক দ্রব্য। দুটি প্যাকেটে সিল করে জড়িয়ে রাখা ছিল মাদক দ্রব্য। ওই মাদক দ্রব্যগুলি বাজেয়াপ্ত করে পুলিশ।

Saysdotcom-এর প্রতিবেদন অনুসারে, বিড়ালটির শরীরে যে দুটি প্যাকেট পাওয়া গিয়েছে তাতে ২৩৫ গ্রামেরও বেশি গাঁজা, ৬৮ গ্রামের ক্র্যাক পেস্ট এবং কিছু পরিমাণে রোলিং পেপার উদ্ধার হয়েছে। মাদক জড়ানো বিড়ালটিকে পরীক্ষার জন্য কোস্টারিকার জাতীয় প্রাণী স্বাস্থ্য পরিষেবার কাছে হস্তান্তর করা হয়েছে।

কীভাবে পোষ্যদের শরীরে মাদক বেঁধে তা পরিবহন করা হচ্ছে, তাও এই ঘটনায় আবার উঠে এসেছে। ঘটনাটিকে ঘিরে নতুন করে তদন্ত শুরু হয়েছে।

কোস্টারিকার বিচার ও শান্তি মন্ত্রণালয় ফেসবুকে একটি ভিডিয়ো শেয়ার করে ঘটনাটি সম্পর্কে জানিয়েছে। খবরটি দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে। সমাজ ব্যভারকারীদের একাংশ আবার ওই বিড়ালকে মজা করে ‘নারকোমিচি’ নাম দিয়েছে। যা স্প্যানিশ ভাষা অনুসারে ‘নারকো’ এবং ‘মিচি’ এর সংমিশ্রণে একটি অপভাষা।

শেয়ার করা ভিডিয়োর শুরুতেই দেখা যায় একটি বিড়াল গাছে বসে আছে। কর্তৃপক্ষের মধ্যে এক ব্যক্তি হাত দিয়ে বিড়ালটিকে নিচে নামিয়ে আনেন। তারপরেই দেখেন এটি গাঁজা বা কোকেনের মতো মাদক। যা পাচারের চেষ্টা চলছিল। রক্ষীরাই অতি সন্তর্পণে বিড়ালের শরীর থেকে ওই মাদকদ্রব্য সেলোটেপ কেটে বার করে।