Japan: জাপানে ধর্ষণের সংজ্ঞায় ঐতিহাসিক বদল, যৌন মিলনে সম্মতির ক্ষেত্রে বাড়ল বয়সসীমা

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 17, 2023 | 12:07 AM

Japan: বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে এতদিন পর্যন্ত জাপানেই যৌনসম্পর্কে সম্মতির বয়স সবচেয়ে কম ছিল। ভারতে যৌনসম্পর্কে সম্মতির বয়সের নিম্নসীমা ১৮ বছর, ব্রিটেনে ১৬ বছর এবং জার্মানি ও চিনে ১৪ বছর।

Japan: জাপানে ধর্ষণের সংজ্ঞায় ঐতিহাসিক বদল, যৌন মিলনে সম্মতির ক্ষেত্রে বাড়ল বয়সসীমা
যৌন মিলনের বয়সে বদল আনল জাপান।

Follow Us

টোকিও: ধর্ষণের সংজ্ঞায় বড়সড় পরিবর্তন আনল জাপান সরকার। এতদিন কেবল ‘জোর করে যৌনমিলন’কেই ধর্ষণ বলে গণ্য করা হত। এখন সংজ্ঞা পাল্টে বলা হয়েছে,‘সম্মতিবিহীন যৌনমিলন’ ধর্ষণ বলে গণ্য হবে। এছাড়া যৌন মিলনে সম্মতির ( ক্ষেত্রেও বয়সসীমা বাড়ানো হয়েছে। শুক্রবারই এব্যাপারে বিল পাশ হয়েছে জাপানের (Japan)  উচ্চকক্ষে। যা ঐতিহাসিক বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে বলে দাবি জাপান সরকারের। এই বিলকে স্বাগত জানিয়ে মানবাধিকার কমিশনের এক সংস্থার দাবি, এই বদলের মাধ্যমে সমাজকে কড়া বার্তা দেবে।

কী বদল আনা হয়েছে?

এতদিন জাপানে সঙ্গমে সম্মতির ক্ষেত্রে বয়সের সর্বনিম্ন সীমা ছিল ১৩ বছর। নয়া বিলে বয়সের সর্বনিম্ন সীমা বাড়িয়ে করা হয়েছে ১৬ বছর। অর্থাৎ ১৬ বছর বয়সি কিশোর ও কিশোরী যৌন সম্পর্কে লিপ্ত হলে সেটিকে ধর্ষণ বলা যাবে না।

অন্যদিকে, জাপানে ধর্ষণের অভিযোগ আনার সময়সীমাও ১০ বছর থেকে ১৫ বছর করা হয়েছে। আবার যৌন উদ্দেশ্যে ‘গোপনে ছবি তোলাও’ নিষিদ্ধ করা হয়েছে।

জাপানে ১৯০৭ সালে যৌন সম্মতির আইন পাশ করার পর এই প্রথম সেই আইনে কোনও পরিবর্তন আনা হল। বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে এতদিন পর্যন্ত জাপানেই যৌনসম্পর্কে সম্মতির বয়স সবচেয়ে কম ছিল। ভারতে যৌনসম্পর্কে সম্মতির বয়সের নিম্নসীমা ১৮ বছর, ব্রিটেনে ১৬ বছর এবং জার্মানি ও চিনে ১৪ বছর।

Next Article