
টোকিয়ো: সন্তানের জন্ম দেওয়ার পর প্রত্যেক মহিলার মধ্যেই বেশ কিছু রদবদল আসে। তাদের কোন আচরণ স্বামীরা পছন্দ করে? কোন আচরণগুলি পছন্দ করে না? এই বিষয়েই গর্ভবতী মহিলাদের উপদেশ দিয়েছিলেন শহরের মেয়র। উদ্দেশ্য ছিল, সন্তানের জন্ম দেওয়ার পর, স্বামীরা যাতে স্ত্রীদের আচরণে বিরক্ত না হন, তার জন্য স্ত্রীদের আগে থেকে সাবধান করা। কিন্তু, মেয়রের এই উপদেশাবলী, জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মহিলাদের বিরুদ্ধে লিঙ্গ বৈষম্যের অভিযোগে বিদ্ধ হয়েছেন মেয়র। জাপানের পশ্চিম হিরোশিমা প্রিফেকচারে অবস্থিত ওনোমিচি শহরের ঘটনা।
সম্প্রতি, শহরের মেয়র ইউকো হিরাতানি, সেখানকার প্রত্যেক গর্ভবতী মহিলার কাছে একটি লিফলেট পাঠিয়েছিলেন। সেখানেই সন্তান জন্ম দেওয়ার পর, স্ত্রীদের আচরণ সম্পর্কে স্বামীদের পছন্দ-অপছন্দের কথা তুলে ধরা হয়েছিল। বিষয়টি নতুন নয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, বিগত কয়েক বছর ধরেই এই লিফলেট দেওয়া হয়। চলতি বছরে ওই লিফলেটের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাতেই, এটি সম্পর্কে জানাজানি হয়েছে। অনেকেই বলছেন এর বিষয়বস্তু আপত্তিকর এবং অনুপযুক্ত।
বছর পাঁচেক আগে ওনোমিচি শহরে, সদ্য বাবা হওয়া ব্যক্তিদের মধ্যে একটি সমীক্ষা করা হয়েছিল। সমীক্ষায় সন্তান হওয়ার পর, স্ত্রীদের আচরণ সম্পর্কে স্বামীদের পছন্দ-অপছন্দের একটি ছবি উঠে এসেছিল। তার ভিত্তিতেই ওই উপদেশাবলী তৈরি করেছিলেন মেয়র। ‘বাবাদের কাছ থেকে আপনাকে পরামর্শ’ শিরোনাম দিয়ে গর্ভবতীদের মধ্যে ওই লিফলেট বিতরণ করা হত।
সোশ্য়াল মিডিয়ায় লিফলেটটি ভাইরাল হওয়ার পর, সমালোচকরা বলছেন এটা জাপানি সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা ‘জেন্ডার স্টিরিওটাইপে’র ফল। জাপানি সমাজের গভীরে যে লিঙ্গ বৈষম্যের বীজ প্রোথিত রয়েছে, তারই প্রতিফলন। তবে ইদানিং এই লিঙ্গ বৈষম্য ছেড়ে বেরিয়ে আসতে চাইছে জাপানি সমাজ। তাই, ওনোমিচির মেয়রের ওই লিফলেট জনমানসে ক্ষোভের জন্ম দিয়েছে।
এই পরিস্থিতিতে, ওনোমিচি শহরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন মেয়র ইউকো হিরাতানি। তিনি স্বীকার করেছেন, লিফলেটটি গর্ভবতী মহিলা এবং নতুন মায়েদের অনুভূতিতে আঘাত করতে পারে। এতে আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে এবং নির্দিষ্ট লিঙ্গের প্রতি পক্ষপাত করা হয়েছে। অবিলম্বে লিফলেটটি প্রত্যাহার করেছেন তিনি। তবে, তারপরও জনসাধারণের কাছ থেকে অভিযোগ আসা বন্ধ হয়নি।
এই ঘটনা জাপান জুড়ে লিঙ্গ সমতা এবং গর্ভবতী মায়েদের প্রতি সংবেদনশীলতা সম্পর্কে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে ওনোমিচি শহর কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত প্রাসঙ্গিক নথির পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হবে। পরিবার-সম্পর্কিত সমস্যাগুলির মোকাবিলার ক্ষেত্রে আরও সংবেদনশীল হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা।