
ওয়াশিংটন: বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য ব্যক্তি হিসেবে ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গার নাম মনোনীত করল ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) তাঁকেই ওই পদের জন্য যোগ্যতম ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। বিশ্বের প্রথম সারির পেমেন্ট সংস্থা মাস্টারকার্ডের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ এই অজয় বঙ্গা। মেয়াদ শেষ হওয়ার আগেই বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে ইস্তফা দিয়েছেন ডেভিড মালপাস। সাধারণত এই পদে মার্কিন নাগরিকেরাই জায়গা পান। তবে অজয় বঙ্গ যদি প্রেসিডেন্ট হন, তাহলে তিনিই হবে এই পদে প্রথম ভারতীয়। ৬৩ বছর বয়সী বঙ্গা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। বর্তমানে জেনারেল ইকুইটি নামে এক মার্কিন সংস্থার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন তিনি।
বাইডেন এক বিবৃতিতে উল্লেখ করেছেন, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বর্তমান সময়ে যে সব সমস্যাগুলি আমাদের সামনে রয়েছে, তা সামাল দেওয়ার জন্য সবথেকে বেশি অভিজ্ঞতা রয়েছে অজয় বঙ্গার। তিনি আরও বলেন, এই কঠিন সময়ে বিশ্ব ব্যাঙ্ককে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে শুধুমাত্র বঙ্গার।
ডোনাল্ড ট্রাম্প মনোনীত প্রেসিডেন্ট ডেভিড মালপাসের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৪ সালে। কিন্তু আচমকাই পদত্যাগ করার কথা জানিয়েছেন তিনি।
বঙ্গার নাম মনোনীত হওয়ায় খুশি আমেরিকার ট্রেজারি সেক্রেটারি জানেট ইয়েলেন। তাঁর মতে, প্রবল দারিদ্র্য দূর করার যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, আরও যা যা বদল দরকার, তা একমাত্র অজয় বঙ্গার পক্ষেই করা সম্ভব।
মাস্টারকার্ডে একাধিক পদে দায়িত্ব সামলেছেন অজয় বঙ্গা। এছাড়া আমেরিকান রেড ক্রস, ক্রাফট ফুডস, ডো-এর মতো সংস্থায় দায়িত্ব সামলেছেন ৩০ বছর ধরে। ১২ বছর মাস্টারকার্ডে চাকরি করার পর ২০২১ সালে অবসর নেন তিনি। ওই সংস্থায় তাঁর লক্ষ্য ছিল ২০২৫ সালের মধ্যে ১০০ কোটি মানুষকে ডিজিটাল অর্থনীতির আওতায় নিয়ে আসা। এছাড়া আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।