
ঢাকা: লন্ডনে নিয়ে যাওয়া হবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। বৃহস্পতিবার মধ্যরাতে অথবা শুক্রবার ভোরের দিকেই রওনা দেওয়া হতে পারে তাঁকে নিয়ে। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে খালেদা জিয়াকে। তবে এবার পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই উদ্বেগজনক।
গত রবিবার থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তাঁর চিকিৎসার জন্য ইতিমধ্যেই একটি মেডিক্যাল টিম গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যাতে রয়েছেন খোদ তারেক রহমানের স্ত্রী চিকিৎসক জুবেইদা রহমানও। কিন্তু প্রতি নিয়ত ভেন্টিলেশনে আধুনিক চিকিৎসা চললেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক। আঁধার কাটেনি বললেই চলে।
এই আবহেই বৃহস্পতিবার খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাওয়ার কথা জানালেন সংশ্লিষ্ট মেডিক্যাল টিমের চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। এদিন সাংবাদিকদের তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার মধ্যরাতে অথবা শুক্রবার ভোর নাগাদ খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম। একই কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। এদিন তিনি বলেন, ‘কাতারের পাঠানো এয়ার অ্য়াম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছবে। আগামিকাল ভোরের মধ্য়ে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাওয়া হবে।’
টানা ১২ দিন ধরে বাংলাদেশের সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। নিউমোনিয়া আক্রান্ত হয়ে অত্যন্ত সঙ্কটজনক পরিস্থিতি ছিল তাঁর। এমনকি, ভর্তি হওয়ার বেশ কয়েকদিন পর্যন্ত তাঁর শরীর চিকিৎসা গ্রহণ করতে পারেনি বলেই খবর। তবে প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই সীমিত। পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে হার্টের জটিলতা কমেনি।