Khalistani Attack Threat: ফিরে আসবে ‘কালা দিন’? এই তারিখেই সংসদে হামলার হুমকি খালিস্তানি জঙ্গির

Khalistani Threat: মার্কিন খালিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিসের প্রধান গুরপাতওয়ান্ত সিং পান্নুন একটি ভিডিয়ো পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, ২০০১ সালের সংসদে হামলার প্রধান অভিযুক্ত আফজল গুরুর ছবি। ভিডিয়োর ক্যাপশনে লেখা, "দিল্লি বনেগা খালিস্তান"।

Khalistani Attack Threat: ফিরে আসবে কালা দিন? এই তারিখেই সংসদে হামলার হুমকি খালিস্তানি জঙ্গির

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 06, 2023 | 11:43 AM

ওয়াশিংটন: ভারতে ফের হামলার হুমকি খালিস্তানি জঙ্গির (Khalistani Terrorist)। এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানোর হুমকি দেওয়ার পর এবার সংসদ ভবনে (Parliament) হামলার হুমকি দিল খালিস্তানি জঙ্গি গুরপাতওয়ান্ত সিং পান্নুন (Gurpatwant Singh Pannun)। ভিডিয়ো বার্তায় পান্নুন হুমকি দিয়েছেন, ১৩ ডিসেম্বরের আগে বা ওই দিন সংসদ ভবনে হামলা চালানো হবে। পান্নুনের দাবি, তাঁকে নাকি হত্য়ার পরিকল্পনা করা হয়েছিল। সেই চেষ্টা ব্য়র্থ হয়েছে। এবার বদলা নিতেই ১৩ ডিসেম্বরের আগে বা ওই দিন সংসদে হামলা চালাবে খালিস্তানি সংগঠন। প্রসঙ্গত, ২০০১ সালে এই দিনেই সংসদে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল।

মার্কিন খালিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিসের প্রধান গুরপাতওয়ান্ত সিং পান্নুন একটি ভিডিয়ো পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, ২০০১ সালের সংসদে হামলার প্রধান অভিযুক্ত আফজল গুরুর ছবি। ভিডিয়োর ক্যাপশনে লেখা, “দিল্লি বনেগা খালিস্তান”।  ওই ভিডিয়োয় পান্নুন দাবি করেন, তাঁকে খুন করার ছক কষা হয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এবার পালা প্রতিশোধের। ভারতীয় গোয়েন্দারা তাঁকে হত্যার যে চেষ্টা করেছে, তার বদলা নিতে ১৩ ডিসেম্বর বা তার আগে ভারতীয় সংসদে হামলা চালানো হবে।

প্রসঙ্গত, মাস খানেক আগেই পান্নুন এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানোর হুমকি দিয়েছিলেন।

অন্যদিকে, আমেরিকার তরফেও গত মাসে দাবি করা হয় যে পান্নুনকে খুনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। ভারত সরকারকে এই বিষয়ে নোটিসও দেয়। ভারতের তরফে বিষয়টিকে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার তদন্তও শুরু হয়েছে।