North Korea: জলের তলায় মারণ-ড্রোন পরীক্ষা কিম জং উনের, ঘটতে পারে ‘রেডিও অ্যাক্টিভ সুনামি’

Kim Jong Un: আমেরিকা ও তাঁর সহযোগীদের উপর বার্তা দিয়েই এই আন্ডার ওয়াটার ড্রোন পরীক্ষা বলে কূটনৈতিক মহলের দাবি। এই ড্রোনের হামলায় তেজষ্ক্রিয় (রেডিও অ্যাক্টিভ) সুনামিও হতে পারে বলে জানা যাচ্ছে।

North Korea: জলের তলায় মারণ-ড্রোন পরীক্ষা কিম জং উনের, ঘটতে পারে ‘রেডিও অ্যাক্টিভ সুনামি’
কিম জং উন

| Edited By: অংশুমান গোস্বামী

Mar 24, 2023 | 1:04 PM

পিয়ংইয়ং: আন্ডার ওয়াটার ড্রোনের পরীক্ষা করল উত্তর কোরিয়া। এই ড্রোন জলের তলায় পরমাণু হামলা চালাতেও সক্ষম। উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন নিজে এই অস্ত্রের পরীক্ষা পরিদর্শন করেছেন বলে সূত্রে জানা গিয়েছে। আমেরিকা ও তাঁর সহযোগীদের উপর বার্তা দিয়েই এই আন্ডার ওয়াটার ড্রোন পরীক্ষা বলে কূটনৈতিক মহলের দাবি। এই ড্রোনের হামলায় তেজষ্ক্রিয় (রেডিও অ্যাক্টিভ) সুনামিও হতে পারে বলে জানা যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে মার্কিন সেনা। গত ৬ বছরে এটাই দু’দেশের মধ্যে সবথেকে বড় যৌথ মহড়া। এই মহড়া চলার সময়ই একাধিক ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করেছে কিম জং উনের দেশ। সেই তালিকাতেই এ বার জুড়ল জলের তলার হামলা চালাতে সক্ষম এই ড্রোন।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির শুক্রবার একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে এই আন্ডার ওয়াটার ড্রোনের বিষয়টি উঠে এসেছে। উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে এই ড্রোনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণের আগে প্রায় ৬০ ঘণ্টা এটি উড়ানো হয়েছে বলেও জানা গিয়েছে। এ ব্যাপারে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছে, “জলপথ দিয়ে লুকিয়ে চালানো হামলা আটকাত এই আন্ডার ওয়াটার স্ট্র্যাটেজিক অস্ত্র পরীক্ষা করা হয়েছে। শত্রু পক্ষের নৌবাহিনী আক্রমণকে সমুদ্রেই প্রতিহত করে সুপার স্কেল রেডিও অ্যাক্টিভ সুনামি তৈরি করবে এই ড্রোন। তা ধ্বংস করবে শক্রপক্ষের নৌবাহিনী ও অপারেশনাল বন্দর।”

এশিয়ায় আমেরিকার অন্যতম সহযোগী দেশ হল দক্ষিণ কোরিয়া ও জাপান। এই দেশের মোকাবিলা করতেই উত্তর কোরিয়া বিভিন্ন মিসাইল ও অত্যাধুনিক অস্ত্র পরীক্ষা করেছে। গত কয়েক দিনেও তা জারি রেখেছে পিয়ংইয়ং। গত কয়েক বছরের তুলনায় অস্ত্র প্রযুক্তিতে উত্তর কোরিয়া অনেক বদল এনেছে বলেও জানা গিয়েছে। সম্প্রতি কঠিন জ্বালানি নির্ভর মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। পরমাণু হামলা চালাতে সক্ষম এই মিসাইল খুব দ্রুত হামলা চালাতে সক্ষম বলে জানা গিয়েছে। সম্প্রতি চিনের এক সংস্থার রিপোর্টে উঠে এসেছিল উত্তর কোরিয়ার কিছু দূরপাল্লার মিসাইল আমেরিকার মূল ভূখন্ডেও আঘাত হানতে সক্ষম।