King Charles III coronation: রাজ্যাভিষেকের আগে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ‘আড্ডা’য় উপ-রাষ্ট্রপতি ধনখড়

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

May 05, 2023 | 8:58 PM

Jagdeep Dhankar meets King Charles III: রাজ্যাভিষেকের আগে, শুক্রবার (৫ মে), লন্ডনে ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখর। লন্ডনের মার্লবোরো হাউসে কমনওয়েলথ দেশগুলির নেতাদের ইংল্যান্ডের পক্ষ থেকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানেই রাজার সঙ্গে গল্প করতে দেখা গিয়েছে জগদীপ ধনখরকে।

King Charles III coronation: রাজ্যাভিষেকের আগে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আড্ডায় উপ-রাষ্ট্রপতি ধনখড়
মার্লবোরো হাউসে রাজার সঙ্গে আলাপচারিতচায় উপ-রাষ্ট্রপতি ধনখড়

Follow Us

লন্ডন: রাজ্যাভিষেকের আগে, শুক্রবার (৫ মে), লন্ডনে ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দিতে এদিনই ইংল্যান্ড উড়ে গিয়েছেন সস্ত্রীক জগদীপ ধনখড়। শনিবারই ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা চার্লসের রাজ্যাভিষেক হওয়ার কথা। তার একদিন আগে, লন্ডনের মার্লবোরো হাউসে কমনওয়েলথ দেশগুলির নেতাদের ইংল্যান্ডের পক্ষ থেকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে যোগ দেন জগদীপ ধনখড়। সংবর্ধনা অনুষ্ঠানেই রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তাঁকে হাল্কা মেজাজে আলাপচারিতা করতে দেখা যায়। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানা হয়েছে, রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতের সময়, ভারত-ইংল্যান্ড কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন উপ-রাষ্ট্রপতি।


ভারতের উপ-রাষ্ট্রপতির সরকারি টুইটার হ্যান্ডেলে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে জগদীপ ধনখড়ের সাক্ষাতের দুটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবি দুটিতে দুই রাষ্ট্রনেতাকে করমর্দন করতে এবং গল্প করতে দেখা যায়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে জানিয়েছেন, “উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেছেন এবং তাঁর রাজ্যাভিষেক উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। উপ-রাষ্ট্রপতি ভারত-ব্রিটেন কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।” ভারত সরকারের প্রতিনিধি হিসেবে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে যোগ দিতে দুই দিনের সফরে ইংল্যান্ড গিয়েছেন জগদীপ ধনখড়। ২০২২ সালের সেপ্টেম্বরে, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর, তাঁর শেষকৃত্যে যোগ দিতে দুই দিনের ইংল্যান্ড সফরে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

শনিবার, এক ধর্মীয় অনুষ্ঠানে সরকারিভাবে রাজ্যাভিষেক হবে রাজা তৃতীয় চার্লসের। কুইন কনসর্ট হিসেবে অভিষেক হবে, তাঁর স্ত্রী ক্যামিলারও। গোটা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং অন্যান্য জগতের সেলিব্রিটিরা এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। ইংল্যান্ডের রাজপরিবারের সদস্যরা-সহ ২২০০-এরও বেশি মানুষকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। জগদীপ ধনখড় ছাড়াও, ভারত থেকে আরও অনেকে এই জমকালো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এর মধ্যে যেমন আছেন বলি অভিনেত্রী সোনম কাপুর, তেমনই আছেন মুম্বইয়ের দুই ডাব্বাওয়ালাও।

Next Article