Knife attack in France: পার্কে ঢুকে এলোপাথারি কোপ সশস্ত্র দুষ্কৃতীর, আহত ৮ শিশু-সহ বেশ কয়েকজন
বৃহস্পতিবার, ফ্রান্সের অ্যানেসি শহরের এক পার্কে ছুরি নিয়ে হামলা চালাল এক দুষ্কৃতী। অন্তত ৬ শিশু-সহ বেশ কয়েকজন এই ঘটনায় আহত হয়েছেন।
প্যারিস: পার্কে ঢুকে শিশুদের উপর ছুরি নিয়ে হামলা! ভয়ঙ্কর নৃশংসতার সাক্ষী ফ্রান্সের অ্যানেসি শহর। বৃহস্পতিবার (৮ জুন), ওই দুষ্কৃতীর ছুরির আঘাতে অন্তত ৮ শিশু-সহ বেশ কয়েকজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আহত শিশুদের বয়স ৩ বছরের আশপাশে বলে জানা গিয়েছে। তবে, খবর পেয়েই দ্রুত কাজে নামে পুলিশ। ওই অভিযুক্তকে নিরস্ত্র করে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। ঘটনাস্থলে নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি পাঠানো হয়েছে সেনাবাহিনীর সদস্যদেরও। সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা বেজে ৪৫ মিনিট নাগাদ। বিখ্য়াত পর্য়টনস্থল, অ্যানেসি হ্রদের পাশে একটি পার্কে ছুরি নিয়ে হামলা চালায় ওই সশস্ত্র ব্যক্তি।
আহতদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলি। তাদের মধ্যে ২ জন শিশু এবং একজন প্রাপ্ত বয়স্ক। ফরাসি ন্যাশনাল পুলিশ এনবিসি নিউজকে জানিয়েছে, এদিন এক নার্সারি স্কুল থেকে শিক্ষকদের তত্ত্বাবধানে, ওই শিশুদের ফ্রেঞ্চ আল্পসের লেক অ্যানেসিতে বেড়াতে নিয়ে আসা হয়েছিল। লেক অ্যানেসির পাশে একটি পার্কে তারা খেলছিল। সেই সময়ই আচমকা ওই হামলকারি সেখানে উপস্থিত হয়ে শিশুদের উপর নির্লজ্জ হামলা চালায়। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হলেও, ঠিক কী উদ্দেশ্যে সে এই হামলা চালিয়েছে, তা এখনও জানা যায়নি। ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলাকারী এক সিরিয় শরণার্থী।
BREAKING? Syrian asylum seeker attacks people with knife in France:
Several children have been injured in a knife attack in Annecy, a town located in the French Alps and the aggressor had been arrested, said the French Interior minister, reports Reuters pic.twitter.com/dOtbaJ6Ngx
— OSINT Updates ? (@OsintUpdates) June 8, 2023
এই বিষয়ে টুইট করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্র ও বিদেশ বিষয়ক মন্ত্রী জেরাল্ড দারমানিন। ফরাসী ভাষায় তিনি লিখেছেন, “অ্যানেসিতে একটি স্কোয়ারে এক সশস্ত্র ব্যক্তি ছুরি দিয়ে শিশু-সহ বেশ কয়েকজনকে আহত করেছে। পুলিশের দ্রুত হস্তক্ষেপ করেছে এবং ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।” এই জঘন্য হামলার খবর আসতেই এদিন ফরাসী সংসদে ১ মিনিটের নীরবতা পালন করা হয়। ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে।