Sunita Williams Return: কোথায়, কী ভাবে লাইভ দেখবেন সুনীতাদের ঘরে ফেরা? কখন থেকে শুরু?

Mar 18, 2025 | 1:23 PM

Sunita Williams Return: সুনীতা এবং বুচকে নিয়ে চার সদস্যের ক্রু এখন বুধবার ভোরে, ভারতীয় সময় ৩.৫৭ মিনিট নাগাদ ফ্লোরিডার উপকূলে অবতরণের প্রস্তুতি নিচ্ছে।

Sunita Williams Return: কোথায়, কী ভাবে লাইভ দেখবেন সুনীতাদের ঘরে ফেরা? কখন থেকে শুরু?

Follow Us

অবশেষে ঘরে ফিরছেন সুনীতা উইলিয়ামস আর তাঁর সঙ্গী বুচ উইলমোরে। ৯ মাস পরে তিনি পা রাখবেন ধরাধামে। তাঁদের আনতে মহাকাশে গিয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স নির্মিত মহাকাশ যান ক্রিউ-১০। নাসা সূত্রে খবর ইতিমধ্যেই সুনীতাদের নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে সফলভাবে আনডক করয়েছে ক্রিউ-১০। পৃথিবীতে ফিরতে তাঁদের সময় লাগবে ১৭ ঘন্টা।

সুনীতা এবং বুচকে নিয়ে চার সদস্যের ক্রু এখন বুধবার ভোরে, ভারতীয় সময় ৩.৫৭ মিনিট নাগাদ ফ্লোরিডার উপকূলে অবতরণের প্রস্তুতি নিচ্ছে।

নাসা প্রথমে বুধবার তাদের প্রত্যাবর্তনের পরিকল্পনা করেছিল কিন্তু সপ্তাহের শেষের দিকে প্রতিকূল আবহাওয়ার কারণে তা পিছিয়ে দেওয়া হয়।

আগেই জানানো হয়েছিল, সুনীতাদের এই ঘরে ফেরার যাত্রা লাইভ দেখা যাবে। কিন্তু কোথায়? কী ভাবে দেখবেন সুনীতা উইলিয়ামসের পৃথিবীতে প্রত্যাবর্তন?

নাসা এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করবে। সোমবার রাত ১০:৪৫ মিনিটে (ভারতীয় সময় মঙ্গলবার সকাল ৮:১৫মিনিট) এই অনুষ্ঠানের কভারেজ শুরু হওয়ার কথা।

ইতিমধ্যেই নাসা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এক্সমাধ্যমে আনডকিং-এর একটি ভিডিয়ো প্রকাশ্যে এনেছে। এক্সমাধ্যমে তাঁরা লেখে, “আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে হ্যাচ বন্ধ এবং আনডকিংয়ের সমাপ্তির পর, কভারেজ কেবল অডিও-তে পরিণত হবে। সম্পূর্ণ কভারেজ ফের মঙ্গলবার এক্স মাধ্যমে বিকেল ৪:৪৫ মিনিট (ইস্টার্ন টাইমজোন) শুরু হবে। অর্থাৎ ভারতীয় সময় অনুসারে বুধবার ভোররাতে ২টো ১৫মিনিট থেকে শুরু হবে সেই কভারেজ।

 

আবার তার একটু পরেই স্পেসএক্স, আরও একটি ভিডিয়ো পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে আনডকিং-এর পরে অরবিটে বাড়ি ফেরার পথে মহাকাশযান।

সুনীতাদের প্রত্যাবর্তনের সরাসরি সম্প্রচার দেখতে পাওয়া যাবে নাসা টিভি, নাসা+ এবং সংস্থার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও এক্স মাধ্যমে।

পৃথিবীতে পৌঁছানোর পর কী ঘটে?

২৮৬ দিন মহাকাশে থাকার পর, উইলিয়ামস এবং উইমোরকে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থিত মহাকাশ সংস্থার জনসন স্পেস সেন্টারে তাদের ক্রু কোয়ার্টারে পাঠানো হবে। নভোচারী প্রত্যাবর্তনের রুটিন অনুযায়ী, তাদের বেশ কয়েকদিনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। নাসার ফ্লাইট সার্জনদের অনুমোদনের পর তাঁদের বাড়ি যেতে দেওয়া হবে।