Kuwait Fire Update: কারোর স্বপ্ন ছিল মেয়েকে কলেজে পড়ানো, কেউ পরিবারে ভাত জোগাচ্ছিলেন, কুয়েতে আবাসনে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৪৯

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 13, 2024 | 7:58 AM

Kuwait Fire Update: বুধবার কুয়েতে একটি ছয়তলার বহুতলে আগুন লাগে। আবাসনের একটি রান্নাঘর থেকে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ হয়। এরপরই প্রায় গোটা বিল্ডিং আগুনের গ্রাসে চলে যায়। ওই আবাসনে মূলত ভারতীয়রাই বসবাস করতেন।

Kuwait Fire Update: কারোর স্বপ্ন ছিল মেয়েকে কলেজে পড়ানো, কেউ পরিবারে ভাত জোগাচ্ছিলেন, কুয়েতে আবাসনে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৪৯
আগুনের গ্রাসে চলে যায় গোটা বিল্ডিং।
Image Credit source: Twitter

Follow Us

কুয়েত সিটি: বেশি টাকা রোজগারের আশায় ভিন দেশে পাড়ি দিয়েছিলেন। কারোর বাড়ি ফিরে মেয়েকে কলেজে ভর্তি করার কথা ছিল, কেউ আবার বাবার চিকিৎসার জন্য টাকা জমাচ্ছিলেন। ভয়াবহ আগুনের গ্রাসে পুড়ে গেল সেই স্বপ্নগুলো। পরিবারে সুখ আনার আশায় যারা কুয়েত গিয়েছিলেন, বাড়ি ফিরবে তাদের পোড়া দেহগুলি। কুয়েতের একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯। আহত আরও কমপক্ষে ৫০ জন।

বুধবার কুয়েতে একটি ছয়তলার বহুতলে আগুন লাগে। আবাসনের একটি রান্নাঘর থেকে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ হয়। এরপরই প্রায় গোটা বিল্ডিং আগুনের গ্রাসে চলে যায়। ওই আবাসনে মূলত ভারতীয়রাই বসবাস করতেন। ইঞ্জিনিয়ার থেকে শুরু করে নির্মাণকর্মী-বিভিন্ন পেশায় কাজ করতেন তারা। অগ্নিদ্বগ্ধ এবং দমবন্ধ হয়ে কমপক্ষে ৪৯ জনের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই ভারতীয়। অনেকেই আবার তামিলনাড়ু ও কেরলের বাসিন্দা।

অগ্নিকাণ্ডের ঘটনার পরই শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি পর্যালোচনা করতে বিদেশমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বিদেশ সচিব বিনয় কাটরার সঙ্গে রাতেই বাসভবনে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।

অন্যদিকে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কুয়েতের বিদেশমন্ত্রী আবদুল্লাহ আলি আল-ইয়াহার সঙ্গে কথা বলেন। কুয়েতের তরফে যাবতীয় সাহায্য ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মৃতদের দেহ যাতে ভারতে ফিরিয়ে আনা যায়, সেই ব্যবস্থাও করা হচ্ছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে তিনি অবিলম্বে কুয়েত যাচ্ছেন। বিদেশে বসবাসকারী ভারতীয়দের চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করবেন তিনি।

Next Article