Kuwait fire: কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত ভারতীয়র সংখ্যা বেড়ে ৪০! চালু হল হেল্পলাইন

Jun 12, 2024 | 5:19 PM

Kuwait fire: ৫ জন নয়, কুয়েতের অগ্নিকাণ্ডে নিহত ৪১ জনের মধ্যে ৪০ জনই ভারতীয়। বুধবার (১২ জুন) ভোরে, কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মাঙ্গাফ শহরের এক আবাসিক ভবনে বড় ধরনের আগুন লাগে। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ৪১ জনের মৃত্যু হয়েছে এবং তার মধ্যে ৫ জন ভারতীয়।

Kuwait fire: কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত ভারতীয়র সংখ্যা বেড়ে ৪০! চালু হল হেল্পলাইন
কুয়েতে মৃতদের অধিকাংশই ভারতীয়, আহতদের সঙ্গে দেখা করলেন ভারতীয় রাষ্ট্রদূত
Image Credit source: Twitter

Follow Us

কুয়েত সিটি: ৫ জন নয়, কুয়েতের অগ্নিকাণ্ডে নিহত ৪১ জনের মধ্যে ৪০ জনই ভারতীয়। বুধবার (১২ জুন) ভোরে, কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মাঙ্গাফ শহরের এক আবাসিক ভবনে বড় ধরনের আগুন লাগে। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ৪১ জনের মৃত্যু হয়েছে এবং তার মধ্যে ৫ জন ভারতীয়। কিন্তু, পরে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের ৪০ জনই ভারতীয়। প্রসঙ্গত, ওই ভবনে মূলত শ্রমিকরাই থাকতেন। অধিকাংশই ছিলেন মালয়ালি। এক মালয়ালি ব্যবসায়ীই ভবনটির মালিক। ছয়তলা ভবনটিতে প্রায় ১৯৫ জন শ্রমিক বাস করতে বলে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, আগুনে হতাহতদের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা দেবে ভারতীয় দূতাবাস।


এস জয়শঙ্কর জানিয়েছেন, এই ঘটনায় তিনি ‘গভীরভাবে মর্মাহত’। তিনি আরও জানান, কুয়েতের ভারতীয় দূতাবাস, হতাহতদের সাহায্যার্থে একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে। তিনি বলেন, “কুয়েত শহরে অগ্নিকাণ্ডের খবরে আমি গভীরভাবে মর্মাহত। সেখানে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ৫০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে জানা গিয়েছে। আমাদের রাষ্ট্রদূত ওই ক্যাম্পে গিয়েছেন। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি। দুঃখজনকভাবে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। আমাদের দূতাবাস এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে।”

কুয়েতের ভারতীয় দূতাবাসের পক্ষ ও একটি হেল্পলাইন নম্বরটি শেয়ার করে জানিয়েছে, অগ্নিকাণ্ডে জড়িতদের কোনও সহায়তা লাগলে ওই নম্বরে যোগাযোগ করতে হবে। কুয়েতের ভারতীয় রাষ্ট্রদূত, আদর্শ স্বয়িকা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত শ্রমিকদের সঙ্গেও হাসপাতালে গিয়ে দেখা করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, “পরিস্থিতির খোঁজ নিতে, মঙ্গাফের মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাষ্ট্রদূত আদর্শ স্বয়িকা। ভারতীয় দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ করছে। জরুরি চিকিৎসা পরিষেবার জন্য কুয়েতের আইন প্রয়োগকারী সংস্থা, দমকল পরিষেবা এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে দূতাবাস।”

Next Article