Lakshadweep: পা ফস্কে গেলেই শেষ! লাক্ষাদ্বীপের এই ভিডিয়ো দেখলে বুক কাঁপবে আপনারও
Lakshadweep: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের পর এই পর্যটনস্থলটি সারা বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছে। বর্তমানে এর ছবি এবং ভিডিও ইন্টারনেটে খুব সার্চ করছেন নেটাগরিকরা। এখনও পর্যন্ত এই দ্বীপে বড় কোনও বিমানবন্দর নেই যেখান থেকে লাগাতার বিমান ওঠা-নামা করতে পারে।
চারিদিকে নীল সমুদ্র। মাঝে খানিক সবুজ। দূর থেকে দেখলে যেন মনে হয় আকাশ আর সমুদ্র মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। সেই জলরাশির মধ্যেই এক চিলতে স্থল। যেখানে রয়েছে বিমানবন্দর। আপাতত এটিই লাক্ষাদ্বীপের একমাত্র বিমানবন্দর। এখানে বিমান অবতরণ করতে গেলে কার্যত বুক দুরুদুরু করে বিমান চালকেরও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের পর এই পর্যটনস্থলটি সারা বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছে। বর্তমানে এর ছবি এবং ভিডিও ইন্টারনেটে খুব সার্চ করছেন নেটাগরিকরা। এখনও পর্যন্ত এই দ্বীপে বড় কোনও বিমানবন্দর নেই যেখান থেকে লাগাতার বিমান ওঠা-নামা করতে পারে।
Breathtaking View Of The Agatti Airfield At Lakshadweep. Watch A Plane Land On This Airstrip.https://t.co/TrNCcHMXH1 pic.twitter.com/rafIJV33YO
— Narendra Modi Satire (@NarendraMoJi) January 8, 2024
বর্তমানে লক্ষদ্বীপের সৌন্দর্যে মুগ্ধ গোটা দেশ। এরই মধ্যে আগতি দ্বীপে অবস্থিত অগতি বিমানবন্দরের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখতে স্বর্গের মতো হলেও, এখানে বিমান অবতরণ এতটাই ঝুঁকিপূর্ণ যে তা দেখে মানুষের আঁতকে উঠতে হচ্ছে।
এই বিমানবন্দরটি ১ হাজার ২০৪ মিটার দীর্ঘ ও চওড়ায় ৩০ মিটার। গোটা বিমানবন্দরটিই সমুদ্রে ঘেরা। বিমানবন্দরটি এমন বিপজ্জনক জায়গায় অবস্থিত, যে বিমান ওঠা-নামা করানোর সময় পাইলটদের হাত-পা কাঁপে। বর্তমানে লাক্ষাদ্বীপের এই বিমান বন্দরটি খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি প্রায় ১ লক্ষেরও বেশি মানুষ পছন্দ করেছেন।
ভিডিয়োতে প্রচুর মানুষ কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, “এটা স্বর্গের থেকে কম কিছু নয়”, কেউ বা এই বিমানবন্দরকে বিশ্বমানের বিমানবন্দর বানানোর আবেদন করেছেন।