LeT Terrorist Killed: ভারতের আরও এক শত্রু কমল, পাকিস্তানে খুন লস্কর-ই-তৈবার মোস্ট ওয়ান্টেড জঙ্গি আবু কাতাল

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 16, 2025 | 11:19 AM

LeT Terrorist Killed: লস্কর-ই-তৈবার খুরেতা কম্যান্ডার ছিল আবু কাতাল। জম্মু-কাশ্মীরের একাধিক সন্ত্রাসবাদী হামলা- সবই তাঁর পরিকল্পিত এবং তাঁর নির্দেশে হয়েছিল। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী, আরেক কুখ্যাত জঙ্গি হাফিজ সইদের ঘনিষ্ঠ বন্ধু ছিল আবু কাতাল।

LeT Terrorist Killed: ভারতের আরও এক শত্রু কমল, পাকিস্তানে খুন লস্কর-ই-তৈবার মোস্ট ওয়ান্টেড জঙ্গি আবু কাতাল
হাফিজ সইদের পাশে আবু কাতাল।
Image Credit source: X

Follow Us

ইসলামাবাদ: ‘সন্ত্রাসবাদের নিরাপদ আশ্রয়ে’ই খুন মোস্ট ওয়ান্টেড জঙ্গি। পাকিস্তানে নৃশংসভাবে খুন করা হল লস্কর-ই-তৈবার জঙ্গি আবু কাতাল সিন্ধিকে। শনিবার তাঁর দেহ উদ্ধার হয়।

লস্কর-ই-তৈবার খুরেতা কম্যান্ডার ছিল আবু কাতাল। জম্মু-কাশ্মীরের একাধিক সন্ত্রাসবাদী হামলা- সবই তাঁর পরিকল্পিত এবং তাঁর নির্দেশে হয়েছিল। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী, আরেক কুখ্যাত জঙ্গি হাফিজ সইদের ভাইপো ছিল আবু কাতাল।

জানা গিয়েছে, শনিবার পাকিস্তানের ঝিলাম প্রদেশের দিনা এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি লস্কর জঙ্গি নেতার উপরে হামলা করে এবং তাঁকে খুন করে। গাড়ি করে আসছিল কাতাল, সেই সময়ই তাঁর উপরে হামলা চালানো হয়। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদের মাথা ছিল এই আবু কাতাল। ২০২৩ সালে রাজৌরিতে জঙ্গি হামলায় ৭ জনের হয়েছিল। ওই হামলার মাস্টারমাইন্ড ছিল কাতাল। জম্মু-কাশ্মীরের রেয়াসি জেলায় শিব খোরি মন্দির থেকে ফেরার পথে পুণ্যার্থী বোঝাই বাসে যে জঙ্গি হামলা হয়েছিল, তার নির্দেশও কাতালই দিয়েছিল।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই এনআইএ আবু কাতাল, সাজিত জুট ও কোয়াশিম নামক তিন পাকিস্তানি হ্যান্ডলারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছিল। এনআইএ-র চার্জশিট অনুযায়ী, এই তিন অভিযুক্ত পাকিস্তান থেকে লস্কর-ই-তৈবা জঙ্গিদের নিয়োগ ও প্রশিক্ষণ দিয়ে ভারতে পাঠিয়েছিল। জঙ্গিদের বলাই ছিল যে জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও সংখ্যালঘু সাধারণ নাগরিকদের উপরে হামলা চালাতে।

Next Article