COVID cases in UK: লাখের উপর দিয়ে যাচ্ছে ব্রিটেনের দৈনিক করোনা, হাসপাতালে রোগী ভর্তির হার বেড়েছে ৫৩ শতাংশ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 29, 2021 | 7:25 PM

Britain Hospitalization cases: ব্রিটেনে হাসপাতালে রোগী ভর্তির হার প্রায় ৫৩ শতাংশ বেড়েছে সাম্প্রতিক সময়ে। নিয়ন্ত্রণে আসার কোনও সম্ভাবনাই দেখছে না প্রশাসন।

COVID cases in UK: লাখের উপর দিয়ে যাচ্ছে ব্রিটেনের দৈনিক করোনা, হাসপাতালে রোগী ভর্তির হার বেড়েছে ৫৩ শতাংশ
ব্রিটেনের করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক (প্রতীকী ছবি)

Follow Us

লন্ডন : ইংল্যান্ড এবং ওয়েলসের করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। মঙ্গলবার ইংল্যান্ড ও ওয়েলস মিলিয়ে ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণের হিসেবে এটিই সর্বোচ্চ। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জেরে এই সংক্রমণ হু হু করে বাড়ছে।

লাগামছাড়া হচ্ছে সংক্রমণ

লন্ডন এবং কার্ডিফের প্রশাসনে তরফে জানানো হয়েছে ১ লাখ ২৯ হাজার ৪৭১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। স্কটল্যান্ডের দৈনিক সংক্রমণ ৯ হাজার ৬৩০। তবে উত্তর আয়ারল্যান্ড বড়দিনের ছুটির কারণে কোনও নতুন তথ্য প্রকাশ করা হয়নি।

বিগত কয়েক সপ্তাহে অতিমারি পরিস্থিতির মধ্যে প্রথমবারের মতো ব্রিটেনে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লাখের সীমানা পার করেছে। করোনার নতুন স্ট্রেন ওমিক্রন সেখানে প্রধান স্ট্রেন হিসেবে উঠে এসেছে। করোনায় ইউরোপে সবথেকে ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে একটি ব্রিটেন।

সম্প্রতি সংক্রমণ বৃদ্ধির পরে, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের বৃহত্তর সামাজিক জমায়েতের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, যিনি শুধুমাত্র ইংল্যান্ডে স্বাস্থ্য নীতির দায়িত্ব পালন করেছেন, তিনি এখনও পর্যন্ত সেখানে কঠোর বিধিনিষেধের পথে হাঁটছেন না।

বাড়ছে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা

ব্রিটেন সম্ভবত করোনাকালে সবথেকে ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। লন্ডন শহরের যে তথ্য উঠে আসছে, তাতে দেখা যাচ্ছে, গোটা শহরই কার্যত আক্রান্ত কোভিডে। পরিসংখ্যান বলছে, প্রত্যেক দিন রেকর্ড ভেঙে বাড়ছে সংক্রমণ। গত ১৬ ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ২০ জনের মধ্যে একজন আক্রান্ত ছিল রাজধানী শহর লন্ডনে। সেই সংখ্যা পরে বেড়েছে আরও। সেই সঙ্গে বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও। ব্রিটেনে হাসপাতালে রোগী ভর্তির হার প্রায় ৫৩ শতাংশ বেড়েছে সাম্প্রতিক সময়ে। নিয়ন্ত্রণে আসার কোনও সম্ভাবনাই দেখছে না প্রশাসন। এত বেশি মানুষ আক্রান্ত হয়েছে যে অফিসে, কারখানায় কর্মী সংখ্যা কমে গিয়েছে। অনেকেই অসুস্থ হওয়ায় আইসোলেশনে রয়েছেন। হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে।

উদ্বেগ বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রেও

শুধু ব্রিটেনই নয়, মার্কিন মুলুকেও করোনার ঢেউ যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে। আমেরিকায় করোনা সংক্রমণ এত বেশি হারে বাড়ছে যে, জানুয়ারিতে রেকর্ড ছুঁয়ে ফেলবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। অফিসে, কারখানায় কর্মী সংখ্যা এতটাই কমেছে যে, নিয়ম বদলাতে চাইছে প্রশাসন। আইসোলেশনের নিয়মের ক্ষেত্রে আনা হচ্ছে পরিবর্তন। বলা হয়েছে, আইসোলেশন হবে পাঁচদিনের। আর আরও পাঁচদিন সর্বদা মাস্ক পরে চলাফেরা করতে হবে।

বিশেষত যে সব অঞ্চলে টিকাকরণ কম হয়েছে ও যে সব জায়গার বাসিন্দারা দ্রুত কোথাও নমুনা পরীক্ষা করানোর সুযোগ পান না, সেখানেই আতঙ্ক ছড়াচ্ছে বেশি মাত্রায়। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, কোনও কোনও হাসপাতালে রোগীর সংখ্যা একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে।

Next Article