London photos: মহিলা হোক কিংবা পুরুষ, হঠাৎ অন্তর্বাস পরে পাতালরেলে লন্ডনবাসী

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jan 09, 2023 | 8:14 PM

London 'No Trousers Day': লন্ডনে প্রচণ্ড ঠান্ডার মধ্যে দেখা গেল এক অদ্ভূত দৃশ্য। মহিলা পুরুষ নির্বিশেষে ঊর্ধাঙ্গে পর্যাপ্ত পোশাক রয়েছে। থাকলেও নিম্নাঙ্গে রয়েছে শুধুই অন্তর্বাস।

1 / 10
বর্তমানে ব্রিটেনের রাজধানী লন্ডনে বেশ শীত পরেছে। তার মধ্যেই দেখা গেল এক অদ্ভূত দৃশ্য। পাতালরেলে সকল যাত্রীদের দেখা গেল, তাদের ঊর্ধাঙ্গে পর্যাপ্ত পোশাক রয়েছে। পায়ে বুট-জুতোও রয়েছে। কিন্তু পরনে নেই প্যান্ট বা স্কার্ট। নিম্নাঙ্গে শুধুই অন্তর্বাস।

বর্তমানে ব্রিটেনের রাজধানী লন্ডনে বেশ শীত পরেছে। তার মধ্যেই দেখা গেল এক অদ্ভূত দৃশ্য। পাতালরেলে সকল যাত্রীদের দেখা গেল, তাদের ঊর্ধাঙ্গে পর্যাপ্ত পোশাক রয়েছে। পায়ে বুট-জুতোও রয়েছে। কিন্তু পরনে নেই প্যান্ট বা স্কার্ট। নিম্নাঙ্গে শুধুই অন্তর্বাস।

2 / 10
এর কারণ, দ্বাদশ 'নো ট্রাউজার্স টিউব রাইড'। এই বার্ষিক অনুষ্ঠানটির আয়োজন করে 'দ্য স্টিফ আপার লিপ সোসাইটি'।

এর কারণ, দ্বাদশ 'নো ট্রাউজার্স টিউব রাইড'। এই বার্ষিক অনুষ্ঠানটির আয়োজন করে 'দ্য স্টিফ আপার লিপ সোসাইটি'।

3 / 10
২০০২ সালে নিউ ইয়র্কে 'দ্য নো প্যান্ট সাবওয়ে রাইড' নামে যে বৈশ্বিক ইভেন্ট চালু করা হয়েছিল, তারই অনুকরণে লন্ডনে প্রতি বছর এই মজার ইভেন্ট আয়োজিত হয়। 'দ্য নো প্যান্ট সাবওয়ে রাইড'-এর আয়োজক ছিল 'ইমপ্রভ এভরিহোয়্যার' নামে এক কমেডি পারফৎম্যান্স গোষ্ঠী।

২০০২ সালে নিউ ইয়র্কে 'দ্য নো প্যান্ট সাবওয়ে রাইড' নামে যে বৈশ্বিক ইভেন্ট চালু করা হয়েছিল, তারই অনুকরণে লন্ডনে প্রতি বছর এই মজার ইভেন্ট আয়োজিত হয়। 'দ্য নো প্যান্ট সাবওয়ে রাইড'-এর আয়োজক ছিল 'ইমপ্রভ এভরিহোয়্যার' নামে এক কমেডি পারফৎম্যান্স গোষ্ঠী।

4 / 10
ইন্টারনেটে এই অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে লন্ডনবাসী প্যান্ট ছাড়াই পাতালরেলে চড়ছেন, টিকিট কাটার যন্ত্র এবং এসকেলেটর ব্যবহার করছে।

ইন্টারনেটে এই অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে লন্ডনবাসী প্যান্ট ছাড়াই পাতালরেলে চড়ছেন, টিকিট কাটার যন্ত্র এবং এসকেলেটর ব্যবহার করছে।

5 / 10
এই ইভেন্টের মূল ধারণাটি হল নিম্নাঙ্গে শুধুমাত্র অন্তর্বাস পরে মেট্রোরেলে চড়া। এই অনুষ্ঠানের কোনও কারণ নেই, নেই কোনও মহৎ উদ্দেশ্য। এর একমাত্র কারণ মজা।

এই ইভেন্টের মূল ধারণাটি হল নিম্নাঙ্গে শুধুমাত্র অন্তর্বাস পরে মেট্রোরেলে চড়া। এই অনুষ্ঠানের কোনও কারণ নেই, নেই কোনও মহৎ উদ্দেশ্য। এর একমাত্র কারণ মজা।

6 / 10
আয়োজকরা জানিয়েছেন, এই ইভেন্টে অংশগ্রহণকারীদের বিনা অস্বস্তিতে স্বাভাবিকভাবে ঘুরে বেড়ানো উচিত। যেন তাঁরা তাঁদের প্যান্ট ভুলে বাড়িতে ফেলে এসেছে।

আয়োজকরা জানিয়েছেন, এই ইভেন্টে অংশগ্রহণকারীদের বিনা অস্বস্তিতে স্বাভাবিকভাবে ঘুরে বেড়ানো উচিত। যেন তাঁরা তাঁদের প্যান্ট ভুলে বাড়িতে ফেলে এসেছে।

7 / 10
তাঁরা জানিয়েছেন, এটা কোনও পারফরম্যান্স নয়। দৈনন্দিন জীবনযাত্রারই অংশ। আমরা চাই, লোকজন এই দিনটি উদযাপনের সঙ্গে সঙ্গে তাঁদের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখুন। রাস্তাঘাটে এমনভাবে চলাফেরা করুন, যেন তাদের পরণে প্যান্ট বা স্কার্ট আছে।

তাঁরা জানিয়েছেন, এটা কোনও পারফরম্যান্স নয়। দৈনন্দিন জীবনযাত্রারই অংশ। আমরা চাই, লোকজন এই দিনটি উদযাপনের সঙ্গে সঙ্গে তাঁদের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখুন। রাস্তাঘাটে এমনভাবে চলাফেরা করুন, যেন তাদের পরণে প্যান্ট বা স্কার্ট আছে।

8 / 10
কোভিড-১৯ মহমারির জন্য গত কয়েক বছর বন্ধ ছিল এই দিন উদযাপন। এবার, মহামারির বিধিনিষেধ উঠে যাওয়ায়, ফের মহা উৎসাহে এই মজার উৎসবে মেতে উঠলেন লন্ডনবাসী।

কোভিড-১৯ মহমারির জন্য গত কয়েক বছর বন্ধ ছিল এই দিন উদযাপন। এবার, মহামারির বিধিনিষেধ উঠে যাওয়ায়, ফের মহা উৎসাহে এই মজার উৎসবে মেতে উঠলেন লন্ডনবাসী।

9 / 10
শয়ে শয়ে যাত্রীদের দেখা যায় উপরের অংশে অফিসের ফর্মাল পোশাক পরে তারা। নীচে মহিলা-পুরুষ নির্বিশেষে শুধুমাত্র অন্তর্বাস, জুতো এবং মোজা পরা। অনেককে, দল বেঁধে অন্তর্বাস পরা অবস্থায় ছবিও তুলতে দেখা যায়।

শয়ে শয়ে যাত্রীদের দেখা যায় উপরের অংশে অফিসের ফর্মাল পোশাক পরে তারা। নীচে মহিলা-পুরুষ নির্বিশেষে শুধুমাত্র অন্তর্বাস, জুতো এবং মোজা পরা। অনেককে, দল বেঁধে অন্তর্বাস পরা অবস্থায় ছবিও তুলতে দেখা যায়।

10 / 10
তবে শুধু লন্ডনেই নয়, বিশ্বের বিভিন্ন শহরেই রবিবার 'নো প্যান্টস সাবওয়ে রাইড'-এ মেতে ওঠেন সাধারণ মানুষ। বিশ্বের প্রায় ৬০টি শহরের মানুষ এই মজায় অংশ নিয়েছে বলে জানা গিয়েছে।

তবে শুধু লন্ডনেই নয়, বিশ্বের বিভিন্ন শহরেই রবিবার 'নো প্যান্টস সাবওয়ে রাইড'-এ মেতে ওঠেন সাধারণ মানুষ। বিশ্বের প্রায় ৬০টি শহরের মানুষ এই মজায় অংশ নিয়েছে বলে জানা গিয়েছে।

Next Photo Gallery