ওকল্যান্ড: হাইওয়ের উপরে লম্বা গাড়ির লাইন। একচুলও এগোচ্ছে না কোনও গাড়ি। ঘণ্টার পর ঘণ্টা ধরে একই অবস্থায় আটকে থাকল গাড়ি। প্রচণ্ড গরম, তাও ভয়ে গাড়ি থেকে নামছেন না কেউ। কারণ রাস্তায় পা রাখলেই দাঁড়িয়ে থাকতে হবে সেখানে। রাস্তায় আঠা পড়ে যাওয়ায় থমকে দাঁড়াল হাইওয়ের উপরে যান চলাচল। বুধবার ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের দক্ষিণ ওকল্যান্ডে। এসএইচ-১ হাইওয়ের উপরে একটি কন্টেনার ট্রাক থেকে কয়েক টন আঠা পড়ে যায়। সেই আঠার উপরে চাকা গড়াতেই আটকে যায় কন্টেনার ট্রাকের পিছনে থাকা সমস্ত গাড়ি।
এনজেড হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, বুধবার নিউজিল্যান্ডের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের কাছে ফোন আসে। জানানো হয়, এসএইচ-১ হাইওয়ের উপরে দুর্ঘটনা ঘটেছে। কোনও কারণে উল্টে যায় ট্রাকটি, দরজা খুলে যায় কন্টেনার ট্রাকের। ওই কন্টেনার ট্রাকের ভিতরে ছিল কার্পেট আঠা। প্রায় ২২ টন শক্তিশালী আঠা হাইওয়ে জুড়ে পড়ে যায়।
SH20 SOUTHWESTERN MWY – 8:50AM
Due to a crash the southbound on-ramp from Cavendish Dr to SH20 is closed, as is the left southbound lane on Cavendish Dr under the #SH20 overbridge. Expect delays for all traffic through this area until cleared. ^HJ pic.twitter.com/xX0uOWt3nH— Waka Kotahi NZTA Auckland & Northland (@WakaKotahiAkNth) June 6, 2023
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, একদিকে কাত হয়ে পড়ে রয়েছে কন্টেনার। দরজা খোলা, সেখান থেকে গলগল করে আঠা বের হয়ে রাস্তায় পড়ছে।
নিউজিল্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি ওয়াকা কোটাহির তরফে টুইট করে জানানো হয়, হাইওয়ের উপরে আঠা পড়ে যাওয়ার কারণে চরম সমস্য়ার সৃষ্টি হয়েছে। আজ দিনের বেশ অনেকটা সময় রাস্তা থেকে আঠা পরিস্কার করতেই ব্য়য় হবে। রাস্তায় আঠা পড়ে থাকার কারণে ম্যাসি রোড থেকে এসএইচ২০ রুটে যান চলাচলে দেরি হতে পারে। বেশ কিছু রাস্তাও ঘুরিয়ে দেওয়ায় গন্তব্যে পৌঁছতে বেশি সময় লাগবে।
ওকল্যাুন্ড কাউন্সিলের কমপ্লায়েন্স ম্যানেজার জানান, হাইওয়ের একটা বড় অংশজুড়ে কার্পেট আঠা পড়ে রয়েছে। এরফলে যান চলাচল ব্যাহত হয়েছে। স্টর্মওয়াটার নেটওয়ার্কে এর প্রভাব পড়েছে কিনা, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। রাস্তাজুড়ে আঠা পড়ে যাওয়ার কারণে সাউথ-ওয়েস্টার্ন মোটরওয়েতে মাইলের পর মাইল রাস্তায় যানজট ছিল।