দুবাই: আরও সেজে উঠবে শহর কলকাতা। বৃহস্পতিবার দুবাইয়ে লুলু গ্রুপের সঙ্গে বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতায় নিউটাউনে বিশ্বমানের একটি শপিং মল চালু করার বিষয়ে আগ্রহী লুলু গ্রুপ। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে তাদের। এর পাশাপাশি আরও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনাময় দিকগুলি নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে আলোচনা হয়েছে লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরফ আলির। এর পাশাপাশি বিশ্ব বাংলার স্টলের বিভিন্ন পণ্যকেও আন্তর্জাতিক আঙিনায় পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। লুলু গ্রুপের বিভিন্ন আউটলেটগুলিতেও এবার থেকে বিশ্ব বাংলার পণ্য রাখা হবে।
এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আঙ্গিক নিয়ে আলোচনা হয়েছে দু’পক্ষের। মৎস্য প্রক্রিয়াকরণ, পোলট্রি, দুগ্ধ ও মাংস প্রক্রিয়াকরণ ক্ষেত্রে বাংলায় বিনিয়োগের জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে লুলু গোষ্ঠী। আগামী নভেম্বরই রাজ্যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন রয়েছে। তার আগে দুবাইয়ে লুলু গ্রুপের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মুখ্যমন্ত্রীও এদিনের বৈঠকে লুলু গোষ্ঠীকে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। যৌথ উদ্যোগে বাংলায় উন্নয়নের জন্য বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আরও বিস্তারিত আলোচনা হবে বলেই আশাবাদী মুখ্যমন্ত্রী।
এর আগে মুখ্যমন্ত্রীর স্পেন সফরকালেও বাংলার বেশ কিছু ক্ষেত্রে লগ্নি নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বের প্রথম সারির বস্ত্র বিপণী সংস্থা জ়ারা বাংলায় নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলার বিষয়ে আগ্রহী হয়েছে। এর পাশাপাশি লা লিগা কর্তৃপক্ষও বাংলার ফুটবলের উন্নয়নে সাহায্য করার বিষয়ে আগ্রহী হয়েছে। এবার নিউটাউনে বিশ্বমানের একটি শপিং মল খুলতে চাইছে লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল। আজই দুবাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরফ আলির।