
ওয়াশিংটন: বিশ্বের সবথেকে বড় সম্মান মনে করা হয় নোবেল পুরস্কারকে। সেই নোবেলই যেন এখন ছেলেখেলা হয়ে গিয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি দাবি করেন ভারত-পাকিস্তান সহ মোট আটটি যুদ্ধ থামিয়েছেন গত বছর, তাই নোবেল শান্তি পুরস্কার তাঁর প্রাপ্য ছিল। অন্যদিকে, ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো আবার নিজের পুরস্কার মার্কিন প্রেসিডেন্টকে দিয়ে দিতে চান। আদৌ নোবেল পুরস্কার হস্তান্তর করা সম্ভব?
নরওয়ের নোবেল কমিটি সাফ উত্তর দিয়েছে, না। মাচাদোর আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। তাঁকে স্পষ্ট জানানো হয়েছে, একবার নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয়ে গেলে, তা আর প্রত্যাহার করা যায় না। তেমনই ট্রান্সফার বা অন্য কারোর সঙ্গে ভাগও করা যায় না। নোবেল কমিটি বিবৃতি দিয়ে বলেছে, “এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং এটা সর্বদা নিয়ম।”
সম্প্রতিই নজিরবিহীনভাবে ভেনেজুয়েলায় অভ্যুত্থান চালান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাতের অন্ধকারে সামরিক অভিযান চালিয়ে কার্যত অপহরণ করে আনা হয় সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-কে। তাঁকে আমেরিকায় বন্দি রেখে তাঁর বিরুদ্ধে মাদক পাচারের মামলা চলছে।
এই আবহেই ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদো, যিনি দেশেও ঢুকতে পারছিলেন না এতদিন, তিনি বলেন যে নিজের নোবেল শান্তি পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিতে চান ধন্যবাদ স্বরূপ।