Visa Free Entry: মালয়শিয়ায় ঘুরতে যেতে লাগবে না আর ভিসা, বছর শেষেই সেরে ফেলুন বিদেশ ভ্রমণ

Malaysia: রবিবার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম পিপলস জাস্টিস পার্টি কংগ্রেসে জানান, ভারত ও চিনের নাগরিকদের জন্য মালয়শিয়া বিনা ভিসায় প্রবেশের অনুমতি দেবে। আগামী ১ ডিসেম্বর থেকে এই নিয়ম চালু হবে। ভারত ও চিনের নাগরিকরা ৩০ দিন অবধি মালয়শিয়ায় বিনা ভিসায় থাকতে হবে।

Visa Free Entry: মালয়শিয়ায় ঘুরতে যেতে লাগবে না আর ভিসা, বছর শেষেই সেরে ফেলুন বিদেশ ভ্রমণ
রাতের কুয়ালালামপুর।Image Credit source: Pixabay

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 27, 2023 | 9:08 AM

কুয়ালা লামপুর: বছর শেষে বিদেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? তবে আপনার জন্য রয়েছে বিশেষ খবর। আরও এক দেশ ভারতীয়দের জন্য বিনা ভিসায় প্রবেশের দরজা খুলে দিল। এবার মালয়শিয়াতেও বিনা ভিসায় প্রবেশ করতে পারবেন ভারতীয়রা। ৩০ দিন অবধি থাকতেও পারবেন, কোনও ভিসার প্রয়োজন পড়বে না। রবিবার এমনই ঘোষণা করেন মালয়শিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম।

রবিবার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম পিপলস জাস্টিস পার্টি কংগ্রেসে জানান, ভারত ও চিনের নাগরিকদের জন্য মালয়শিয়া বিনা ভিসায় প্রবেশের অনুমতি দেবে। আগামী ১ ডিসেম্বর থেকে এই নিয়ম চালু হবে। ভারত ও চিনের নাগরিকরা ৩০ দিন অবধি মালয়শিয়ায় বিনা ভিসায় থাকতে হবে। তবে কতদিনের জন্য ভিসার নিয়মে শিথিলতা দেওয়া হবে, সে বিষয়ে স্পষ্টভাবে জানাননি।

প্রসঙ্গত, মালয়শিয়ার চতুর্থ ও পঞ্চম সর্ববৃহৎ বড় আমদানি বা সোর্স মার্কেট হল চিন ও ভারত।  সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস অবধি মালয়শিয়ায় ৯.১৬ মিলিয়ন অর্থাৎ ৯০ লক্ষেরও বেশি পর্যটক গিয়েছেন। এরমধ্যে চিন থেকে মালয়শিয়ায় গিয়েছিলেন ৪ লক্ষ ৯৮ হাজার ৫৪০ জন পর্যটক ও ভারত থেকে ২ লক্ষ ৮৩ হাজার ৮৮৫ জন পর্যটক। করোনাকালের পূর্বে, ২০১৯ সালে চিন থেকে মালয়শিয়ায় ১০ লক্ষ ৫০ হাজার পর্যটক গিয়েছিলেন এবং ভারত থেকে ৩ লক্ষ ৫৪ হাজার ৪৮৬ পর্যটক গিয়েছিলেন।

সম্প্রতিই থাইল্যান্ডও পর্যটন শিল্পকে মজবুত করতে ও দেশের অর্থনীতির বৃদ্ধির জন্য ভারত ও চিনের নাগরিকদের চলতি বছরে ভিসায় ছাড় দেওয়ার ঘোষণা করে।