Maldives-Lakshadweep Row: ‘মুখে ভাত জুটবে না এরপর…’, ভারতের উপকার ভুলছেন না নাগরিকরা, বিপদে মুইজ্জু সরকার

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 12, 2024 | 12:22 PM

Maldives Protest: ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ মলদ্বীপ। সেখানের জনসংখ্যা মাত্র ৫ লক্ষ ২০ হাজার। সেখানেই ভারতের জনসংখ্যা ১.৪ বিলিয়ন বা ১৪০ কোটি। খাবার থেকে শুরু করে পরিকাঠামো, প্রযুক্তিগত উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থা- অত্যাবশ্যকীয় জিনিসগুলির  মলদ্বীপ পড়শি দেশ ভারতের উপরই নির্ভরশীল। করোনাকালেও মলদ্বীপকে সবার আগে ১ লক্ষ করোনা টিকা দিয়ে সাহায্য করেছিল ভারত।

Maldives-Lakshadweep Row: মুখে ভাত জুটবে না এরপর..., ভারতের উপকার ভুলছেন না নাগরিকরা, বিপদে মুইজ্জু সরকার
মলদ্বীপ।
Image Credit source: Pixabay

Follow Us

মালে: ভারতের সঙ্গে টক্কর নিয়েছে মলদ্বীপ (Maldives)। শুরু হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। যেখানে মলদ্বীপের অর্থনীতি মূলত পর্যটন নির্ভর এবং ভারত থেকেই সবথেকে বেশি সংখ্যক পর্যটক মলদ্বীপে ঘুরতে যায়, সেখানেই ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)-কে কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছে মলদ্বীপ। পড়শি দেশের এই কার্যকলাপে চটেছে ভারত। তবে মলদ্বীপের এই কর্মকাণ্ডে শুধু দেশের বাইরেই নয়, দেশের অন্দরেও তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিরোধী নেতাদের দাবি, খাবার থেকে শুরু করে চিকিৎসা, বিভিন্ন ক্ষেত্রে ভারতের উপরে নির্ভরশীল মলদ্বীপ। সেখানেই ভারতের সঙ্গে বিরোধে জড়িয়ে নিজের পায়ে কুড়ুল মেরেছে মলদ্বীপ। পাশাপাশি ভারতীয় পর্যটকরা মলদ্বীপ বয়কটের ডাক দেওয়ায় আয়ের অন্যতম উৎসই ঝুঁকির মুখে পড়েছে।

গত বছরের পরিসংখ্য়ানও বলছে, মলদ্বীপে সবথেকে বেশি ঘুরতে গিয়েছিলেন ভারতীয় পর্যটকরাই। কিন্তু সম্প্রতিই মলদ্বীপের মন্ত্রীরা ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ‘ক্লাউন’ ও ‘ইজরায়েলের হাতের পুতুল’ বলে কটাক্ষ করেছেন। এরপরই মলদ্বীপ বয়কটের ডাক ওঠে। পর্যটকরা মলদ্বীপ থেকে মুখ ফিরিয়ে লাক্ষাদ্বীপে যাচ্ছেন।

ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ মলদ্বীপ। সেখানের জনসংখ্যা মাত্র ৫ লক্ষ ২০ হাজার। সেখানেই ভারতের জনসংখ্যা ১.৪ বিলিয়ন বা ১৪০ কোটি। খাবার থেকে শুরু করে পরিকাঠামো, প্রযুক্তিগত উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থা- অত্যাবশ্যকীয় জিনিসগুলির  মলদ্বীপ পড়শি দেশ ভারতের উপরই নির্ভরশীল। করোনাকালেও মলদ্বীপকে সবার আগে ১ লক্ষ করোনা টিকা দিয়ে সাহায্য করেছিল ভারত। নতুন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু এই উপকার ভুলে গেলেও, মলদ্বীপের বাসিন্দারা তা ভোলেননি। এই কারণেই ভারতের সঙ্গে সম্পর্কে চিড় ধরতেই নিজের দেশের সরকারের উপরে ক্ষুব্ধ মলদ্বীপের বাসিন্দারা।

বিরোধী নেতারা যেমন মলদ্বীপের প্রেসিডেন্টের ইস্তফার দাবি তুলেছেন, তেমনই দেশের নাগরিকরাও সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন। তাদের কথায়, “সরকার অবিবেচকের মতো কাজ করেছে। ভারত বয়কটের ডাক দেওয়ায় আমরা অত্যন্ত দুঃখিত। কিন্তু আমরা তার থেকেও বেশি অসন্তুষ্ট ও হতাশ আমাদের সরকারের উপরে।”

Next Article