টোকিয়ো: জাপানের কুমামতোতে থাকেন ছুও ওয়ার্ড। ৫৪ বছরের ওই ব্যক্তির আরশোলা নিয়ে খুবই খুঁতখুঁতে। ঘরে একটি আরশোলার উপস্থিতিও মেনে নিতে পারেন না তিনি। গত ১০ ডিসেম্বরও আরশোলা মারার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। আরশোলা মারতে গিয়ে যে কাণ্ড তিনি ঘটিয়েছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঘরের মধ্যে আরশোলা দেখতে পেয়ে তা মারতে উদ্যত হয়েছিলেন ওই জাপানি ব্যক্তি। আরশোলা যেখানে ঘুরছিল সেখানে প্রচুর পরিমাণে ইনসেক্টিসাইড দিয়েছিলেন ওই ব্যক্তি। প্রয়োজনের থেকে অনেক বেশি ইনসেক্টিসাউড স্প্রে করেছিলেন বলে জানা গিয়েছে। এর জেরে বিস্ফোরণ ঘটে যায়। সেই বিস্ফোরণে উড়ে গিয়েছএ ওই ব্যক্তির ব্যালকনি। সেখানকার জানলাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি এর জেরে ওই ব্যক্তি আহত হয়েছেন বলেও জানা গিয়েছে জাপানি সংবাদমাধ্যম সূত্রে।
জানা গিয়েছে, প্রচুর পরিমাণে স্প্রে করা ইনসেক্টিসাইড কোনও ভাবে অ্যাপার্টমেন্টের ইলেক্ট্রিক লাইনের সংস্পর্শে এসেছিল। এর জেরেই ঘটেছে এই বিস্ফোরণ। এই ঘটনার কথা শুনে অনেক বিশেষজ্ঞই ঘরের বেশ কিছু জায়গায় ইনসেক্টিসাউড প্রয়োদ থেকে বিরত থাকতে বলেছেন। উচ্চ জ্বলন ক্ষমতা যুক্ত সেই সব দ্রব্য বিস্ফোরণ ঘটিয়ে সমস্যা তৈরি করতে পারে বলে মত বিশেষজ্ঞদের।