New York Subway: মেট্রোর মধ্যেই ১৫ মিনিট ধরে গলা চেপে ধরল সহযাত্রী, ছটফটিয়ে মৃত্যু যুবকের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

May 03, 2023 | 9:08 PM

সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর মেঝেতে এক ব্যক্তির গলা পিছন থেকে হাত দিয়ে চেপে ধরে রেখেছেন এক যুবক। যাঁর গলা চিপে ধরে রাখা হয়েছে। তিনি হাত পা ছু়ড়ে ছাড়ানোর চেষ্টা করছিলেন। আশপাশে এক জন ওই ব্যক্তির হাত ছাড়ানোর চেষ্টা করছিলেন। কিন্তু অভিযুক্ত কিছুতেই ছাড়েননি বলে অভিযোগ।

New York Subway: মেট্রোর মধ্যেই ১৫ মিনিট ধরে গলা চেপে ধরল সহযাত্রী, ছটফটিয়ে মৃত্যু যুবকের
নিউইয়র্ক সাবওয়ের মর্মান্তিক ঘটনা

Follow Us

নিউইয়র্ক: নিউইয়র্ক মেট্রোর মধ্যেই এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল সহযাত্রীর বিরুদ্ধে। গলা চেপে ধরে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। গোটা ঘটনা নিয়ে নিন্দার ঝড় উঠেছে আমেরিকা জুড়ে। অন্য যাত্রীদের সামনেই কী ভাবে এক সহযাত্রীকে অপর সহযাত্রীর গলা চেপে ধরে মেরে ফেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। নিউ ইয়র্ক মেট্রোর ওই কামরায় উপস্থিত ছিলেন জুয়ান আলবার্তো ভাজকুয়েস নামের এক সাংবাদিক। তাঁর ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা।

সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর মেঝেতে এক ব্যক্তির গলা পিছন থেকে হাত দিয়ে চেপে ধরে রেখেছেন এক যুবক। যাঁর গলা চিপে ধরে রাখা হয়েছে। তিনি হাত পা ছু়ড়ে ছাড়ানোর চেষ্টা করছিলেন। আশপাশে এক জন ওই ব্যক্তির হাত ছাড়ানোর চেষ্টা করছিলেন। কিন্তু অভিযুক্ত কিছুতেই ছাড়েননি বলে অভিযোগ। ট্রেনের বাকি যাত্রীরা পুলিশকে খবর দেন। পরের স্টেশন এলে পুলিশ আসে সেখানে। নেমে যান বাকি যাত্রীরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক আমেরিকার এক সংবাদমাধ্যমে বলেছেন, “এক ব্যক্তি ট্রেনে উঠে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, সে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। সে কোনও বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে না। সে জেলে যেতেও ভয় পায় না। যাবজ্জীবন সাজার ভয় পায় না। ওই ব্যক্তির এই কথা শুনে যাত্রীদের অনেকেই ভয় পেয়ে যান। তখন ওই যুবক পিছন থেকে এসে তাঁর গলা পেঁচিয়ে ধরেন। প্রায় ১৫ মিনিট ধরে পেঁচিয়ে ধরেছিলেন। কিন্তু ওই ব্যক্তির মৃত্যু হবে, এটা কেউ ভাবেনি।”

Next Article