প্লাস্টিকে আধপোড়া কাটা হাত! ছ্যাঁৎ করে উঠেছিল বুক, নামল ফরেন্সিক-হোমিসাইড, ৫ ঘণ্টা পর যা বেরল…
Bizarre: একটা কাটা হাত, তাও আবার পোড়া! দেখেই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। আসে ফরেন্সিক টিম, হোমিসাইড শাখা। শুরু হয় তল্লাশি, এমনকী ৩ডি স্ক্যানও করা হয় ঘটনাস্থলের।

বার্লিন: পোষ্য কুকুরকে নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, হঠাৎই রাস্তার ধারে পড়ে থাকা একটি প্লাস্টিক ব্যাগ দেখে ঘেউঘেউ করে উঠেছিল। কী রয়েছে ওই প্লাস্টিকে, তা দেখতে কাছে যেতেই ছ্যাঁৎ করে উঠেছিল বুক। এটা কী বেরিয়ে আছে প্লাস্টিক থেকে? একটা কাটা হাত, তাও আবার পোড়া! দেখেই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। আসে ফরেন্সিক টিম, হোমিসাইড শাখা। শুরু হয় তল্লাশি, এমনকী ৩ডি স্ক্যানও করা হয় ঘটনাস্থলের। দেহ উদ্ধারে তৎপর সবাই, শেষে যা দেখা গেল, তাতে স্তম্ভিত সকলে।
পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চলছিল কাটা হাতের বাকি অংশ উদ্ধারের জন্য। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা গেল, এতক্ষণ ধরে মানুষের হাত ভেবে যার জন্য এত খোঁজাখুজি করা হল, তা আসলে সেক্স ডলের কাটা হাত। হুবহু মানুষের মতো দেখতে এবং তার দেহাংশও মানুষের মতো হওয়ায়, পুলিশ থেকে ফরেন্সিক টিম-ধন্দে পড়ে যান সকলেই।
যখন তারা বুঝতে পারেন যে মানুষ ভেবে এতক্ষণ যার খোঁজে তল্লাশি চালানো হল, তা আসলে পুতুল, তখন হাসবেন না কাঁদবেন, বুঝে পাচ্ছিলেন না কেউ। পুলিশ অবিলম্বে তদন্ত থামায়। ঘটনাটি ঘটেছে জার্মানির রোস্তকে। পুলিশ জানিয়েছে, এই যৌন পুতুলের মালিক সম্ভবত লোকচক্ষু এড়াতেই সেটিকে টুকরো টুকরো করে ফেলে দিয়েছেন। আবর্জনা যাতে সঠিকস্থানে ফেলা হয়, তার অনুরোধও করে পুলিশ।
সম্প্রতিই এরকম হয়রানির শিকার হয়েছিল জার্মানির বিনজেনের পুলিশও। পার্কের বেঞ্চে একটা পুতুল রাখা ছিল, যা হুবহু মানুষের মতোই দেখতে। পুলিশ প্রথমে তা মৃতদেহ বলেই ভেবেছিল। ফেব্রুয়ারিতেও নদীতে একজনকে ডুবে যেতে দেখে বিরাট ডুবুরির দল উদ্ধার অভিযানে নামানো হয়। পরে দেখা যায়, মানুষ নয়, নদীতে ডুবছিল পুতুল।





