নয়াদিল্লি: রাস্তা জুডে় ভর্তি রয়েছে খানাখন্দ। বহু বছর আগে তৈরি হয়েছিল রাস্তা। কিন্তু তার পর আর রক্ষণাবেক্ষণ হয়নি বলে অভিযোগ। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা বার বার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিল। প্রশাসনের তরফে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও রাস্তা মেরামতি নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। দীর্ঘ দিন ধরে এই সমস্যায় বিরক্ত হয়ে অদ্ভূত কাণ্ড ঘটালেন এক যুবক। রাস্তা সারাই না করার প্রতিবাদ হিসাবে তিনি রাস্তার মধ্যে খালে এনে মাটি ফেলেছেন। তার পর সেখানে পুঁতেছেন একটি কলা গাছ। এই ঘটনার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। তা দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনা ঘটেছে মালয়েশিয়ায়। সে দেশের সাবা এলাকার সান্দাকান-লাহাদ গামী রাস্তায় রয়েছে একাধিক গর্ত। এক জেরে দুর্ঘটনার ঘটনাও ঘটে ওই রাস্তায়। কিন্তু তা সত্ত্বেও কোনও হেলদোল নেই প্রশাসনের।। তাই সেখানে কলাগাছ পুঁতেছেন মাহাথির আরিপিন নামের ওই ব্যক্তি।
তবে দক্ষিণ এশিয়ার দেশ মালয়েশিয়ায় এই ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও সেখানে এ ধরনের ঘটনা ঘটেছে। ২০২১ সালেও এ ধরনের একটি ঘটনা ঘটেছিল সেখানে। কিন্তু সাবা এলাকায় একটি ৪ বছরের শিশুর মৃত্যু হয় পথ দুর্ঘটনায়। তার পর থেকেই সেখানকার এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়ায়। এর পরই ঘটেছে এই ঘটনা।