AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

US Immigrants: দু সপ্তাহে দুজন, ইমিগ্রেশন অফিসাররা চালাচ্ছে গুলি, ট্রাম্প দোষ দিলেন মেয়র-গভর্নরকেই!

US Immigration Checking: ট্রাম্প প্রশাসনের নির্দেশেই আমেরিকা জুড়ে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। সেখানেই এই ঘটনা। মিনেপলিস পুলিশের প্রধান ব্রায়ান ও'হারা জানিয়েছেন, ৩৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর হাতে বন্দুক ছিল।

US Immigrants: দু সপ্তাহে দুজন, ইমিগ্রেশন অফিসাররা চালাচ্ছে গুলি, ট্রাম্প দোষ দিলেন মেয়র-গভর্নরকেই!
বিক্ষোভকারীদের কড়া হাতে দমন।
| Updated on: Jan 25, 2026 | 7:23 AM
Share

ওয়াশিংটন: যাচাইয়ের নামে অনাবাসীদের হত্যা করা হচ্ছে আমেরিকায়? জোর বিতর্ক। ফেডেরাল ইমিগ্রেশন অফিসাররা গুলি করে হত্যা করল এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে মিনেপলিসে। তথ্য যাচাই করতে এসেই গুলি চালায় ফেডেরাল ইমিগ্রেশন অফিসাররা। বিগত সপ্তাহেও একইভাবে আরেক ব্যক্তিকে গুলি করে হত্য়া করে ইমিগ্রেশন অফিসাররা। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রতিবাদ শুরু হয়েছে।

ট্রাম্প প্রশাসনের নির্দেশেই আমেরিকা জুড়ে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। সেখানেই এই ঘটনা। মিনেপলিস পুলিশের প্রধান ব্রায়ান ও’হারা জানিয়েছেন, ৩৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর হাতে বন্দুক ছিল। সম্ভবত সেখান থেকেই ভুল বোঝাবুঝি হয় এবং গুলি চলে। তবে তিনি কে, কী তাঁর পরিচয়, কোন দেশের নাগরিক তিনি- সেই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র জানিয়েছেন, ওই ব্যক্তি হ্যান্ড গান নিয়ে এগিয়ে আসছিলেন, অফিসাররা তাঁর হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করলে, তিনি বাধা দেন। তারপরই আত্মরক্ষার্থে গুলি চালায় অফিসাররা।

অন্যদিকে, মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ়ের দাবি, নিহত ব্যক্তি আমেরিকান নাগরিক ছিলেন। তাঁর কাছে বন্দুকের বৈধ লাইসেন্সও ছিল। তিনি অবিলম্বে প্রেসিডেন্টকে এই অভিযান বন্ধ করার আর্জি জানিয়েছেন।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেয়র ও গভর্নকেই দুষেছেন। তিনি ট্রুথ সোশ্যালে পোস্ট করে প্রশ্ন তুলেছেন যে কেন স্থানীয় পুলিশ উপস্থিত ছিল না ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমে্ট অফিসারদের রক্ষা করার জন্য।

প্রসঙ্গত, এর আগে গত ৭ জানুয়ারি ৩৭ বছর বয়সী রেনে গুড নামক এক ব্যক্তিকে গাড়িতে গুলি করে ইমিগ্রেশন অফিসাররা। পরপর দুই গুলি চালানোর ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষজন। তারা ফেডেরাল অফিসারদের উদ্দেশে গো হোম স্লোগান দিয়েছেন।